নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে গত রোববার থেকে নগরের শপিংমল ও দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ক্রেতা থাকে হাতেগোনা। করোনা ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় মূলত ঈদের বাজারে ক্রেতা আসছে না। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাবেন বলে আশা ব্যবসায়ীদের।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের নিউমার্কেটে দেখা যায়, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই তাঁদের মার্কেট সমিতির উদ্যোগে মাস্ক দেওয়া হচ্ছে। কোনোভাবেই মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তবে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট ও চকবাজারের চিত্র ছিলো ভিন্ন। এখানে ক্রেতা ও বিক্রয়কর্মীর অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্যানমারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আজকের পত্রিককে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতা কম। বিকেলের দিকে কিছু ক্রেতা আসছে। মূলত করোনার ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসছেন না। আশা করছি ঈদের আগে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাব। টেরিবাজারে ছোটবড় মিলিয়ে ৭০টির মতো দোকান আছে।
নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অন্য মার্কেট থেকে কিছুটা ক্রেতার দেখা মিলেছে। এখানে প্রায় দুই শতাধিক দোকান আছে। যেগুলোতে কম দামে কাপড় বিক্রি করা হয়। তাই এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে।
রুনা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের মালিক আরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অন্য সময় এখানে ক্রেতার ভিড়ে হিমশিম খেতে হতো। বেচাকেনা চলতো সেহেরির আগ পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা এই একটি মৌসুমে লাখ লাখ টাকার ব্যবসা করতেন। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও ব্যবসা নেই।
চট্টগ্রাম: স্বাস্থ্যবিধি মেনে গত রোববার থেকে নগরের শপিংমল ও দোকানপাট খুললেও ক্রেতা ছিল কম। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ক্রেতা থাকে হাতেগোনা। করোনা ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় মূলত ঈদের বাজারে ক্রেতা আসছে না। তবে ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাবেন বলে আশা ব্যবসায়ীদের।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরের নিউমার্কেটে দেখা যায়, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে ক্রেতাদের মার্কেটে প্রবেশ করানো হচ্ছে। যাদের মুখে মাস্ক নেই তাঁদের মার্কেট সমিতির উদ্যোগে মাস্ক দেওয়া হচ্ছে। কোনোভাবেই মাস্ক ছাড়া মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তবে টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট ও চকবাজারের চিত্র ছিলো ভিন্ন। এখানে ক্রেতা ও বিক্রয়কর্মীর অনেকের মুখেই মাস্ক ছিল না। তবে স্যানমারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আজকের পত্রিককে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতা কম। বিকেলের দিকে কিছু ক্রেতা আসছে। মূলত করোনার ভয় ও গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসছেন না। আশা করছি ঈদের আগে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাব। টেরিবাজারে ছোটবড় মিলিয়ে ৭০টির মতো দোকান আছে।
নগরের পৌর জহুর হকার্স মার্কেটে অন্য মার্কেট থেকে কিছুটা ক্রেতার দেখা মিলেছে। এখানে প্রায় দুই শতাধিক দোকান আছে। যেগুলোতে কম দামে কাপড় বিক্রি করা হয়। তাই এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে।
রুনা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের মালিক আরিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, অন্য সময় এখানে ক্রেতার ভিড়ে হিমশিম খেতে হতো। বেচাকেনা চলতো সেহেরির আগ পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা এই একটি মৌসুমে লাখ লাখ টাকার ব্যবসা করতেন। কিন্তু করোনার কারণে গতবারের মতো এবারও ব্যবসা নেই।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
১০ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
১০ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা। তবে ইসি নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরলেও রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দূর করতে পারেনি।
১০ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
১৫ ঘণ্টা আগে