Ajker Patrika

দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে চলছে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৫: ৩৩
দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে চলছে দুদকের অভিযান

অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা এবং অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে দেশের ৩৫টি সাবরেজিস্ট্রি অফিসে একযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চলছে। আজ বুধবার সকালে দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে ৩৫টি এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান শুরু করে।

দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ আজকের পত্রিকা'কে এসব তথ্য নিশ্চিত করেন।

তানজির আহমেদ বলেন, ‘আমার জানামতে, সাবরেজিস্ট্রি অফিসসহ সব মিলিয়ে দুদকের এটি সবচেয়ে বড় এনফোর্সমেন্ট অভিযান। সাবরেজিস্ট্রি অফিসে নানাবিধ অনিয়ম-দুর্নীতি খুঁজতে দুদকের ৩৫টি অভিযান একযোগে চলছে।’

ঢাকা বিভাগের ঢাকা-১, ঢাকা-২, গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।

ঢাকা বিভাগের গোপালগঞ্জের কোটালীপাড়া সাবরেজিস্ট্রি অফিসে অভিযানে গ্রাহক হয়রানিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের প্রধান দুদকের উপপরিচালক মশিউর রহমান।

মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম সেখানে কাজ করছে। ভূমিসেবায় বিভিন্ন ফি বাবদ গ্রাহকদের কাছে থেকে অতিরিক্ত ফি রাখার প্রমাণ পাওয়া গেছে। অভিযান শেষে অভিযোগ প্রতিবেদন আকারে কমিশনে জমা দেওয়া হবে।’

একই দিনে চট্টগ্রাম বিভাগের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ ও ২, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, কক্সবাজার; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর; সিলেটে বিভাগের সিলেট ও হবিগঞ্জ; খুলনা বিভাগের খুলনা, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ; বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর; রাজশাহী বিভাগের পাবনা, বগুড়া, রাজশাহী ও নওগাঁ; রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার সাব রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করছে দুদক।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত