কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩০ লাখ ডলার সমমূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অনুদান দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য। এতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ। বাংলাদেশ সরকার এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে। কারণ এসব এলাকায় সাম্প্রতিককালে করোনা সংক্রমণ ভয়াবহরকম বেড়ে যাওয়া চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ বেড়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধ হস্তান্তর এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২০ সালের মার্চ থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশকে ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর ও গ্যাস অ্যানালাইজার দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক লাখ পিপিই চিকিৎসাকেন্দ্র, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, প্রথম সাড়া দানকারী ও শুল্ক পরিদর্শকদের মাঝে বিতরণ করেছে।
ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩০ লাখ ডলার সমমূল্যের জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অনুদান দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য। এতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ। বাংলাদেশ সরকার এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে। কারণ এসব এলাকায় সাম্প্রতিককালে করোনা সংক্রমণ ভয়াবহরকম বেড়ে যাওয়া চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ বেড়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধ হস্তান্তর এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২০ সালের মার্চ থেকে মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিরোধ ও সাড়ামূলক কার্যক্রমকে জোরদার করতে উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, সিডিসি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ৮ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি অনুদান সহায়তা দিয়েছে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশকে ১০০টি অত্যাধুনিক ভেন্টিলেটর ও গ্যাস অ্যানালাইজার দেওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কয়েক লাখ পিপিই চিকিৎসাকেন্দ্র, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ, প্রথম সাড়া দানকারী ও শুল্ক পরিদর্শকদের মাঝে বিতরণ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসদাচরণের অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেশফিকুর রহমান বলেন, ‘গত এক সপ্তাহের মধ্যে দেশের দুই স্থানে—রাজধানীর মিরপুরে এবং চট্টগ্রামের ইপিজেড এলাকায়—ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন।’
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ ভবন এলাকায় পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এতে পুলিশকে মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাতনামা ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়। গতকাল শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এসব মামলা দায়ের করেছেন বলে আজকের পত্রিকাকে জানান
২ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে একটি সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড।
৩ ঘণ্টা আগে