Ajker Patrika

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ১০৪তম

আপডেট : ২০ জুলাই ২০২২, ১৪: ২৯
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ১০৪তম

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১০৪। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করতে পারেন। চলতি মাসে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারস এই সূচক প্রকাশ করেছে।

দ্য হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত এই পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া। 

শক্তিশালী পাসপোর্ট সূচকে সবার শীর্ষে রয়েছে জাপান; দ্বিতীয় সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া; তৃতীয় জার্মানি ও স্পেন; চতুর্থ ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ; পঞ্চম অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন; ষষ্ঠ ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও যুক্তরাজ্য; সপ্তম বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র; অষ্টম অস্ট্রেলিয়া, কানাডা, চেক রিপাবলিক, গ্রিস ও মাল্টা; নবম হাঙ্গেরি এবং দশম লিথুনিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়া।

শক্তিশালী পাসপোর্ট সূচকে সবার নিচে রয়েছে আফগানিস্তান। তাদের অবস্থান ১১২তম। ১১১তম অবস্থানে রয়েছে ইরাক, ১০৯তম অবস্থানে রয়েছে পাকিস্তান, ১০৮তম অবস্থানে রয়েছে ইয়েমেন, ১০৭তম অবস্থানে রয়েছে সোমালিয়া, ১০৬তম অবস্থানে রয়েছে নেপাল ও ফিলিস্তিন, ১০৫তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত