Ajker Patrika

দেশে তেল উৎপাদনের মূল বাধা জমির স্বল্পতা: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১০: ২৮
দেশে তেল উৎপাদনের মূল বাধা জমির স্বল্পতা: কৃষিমন্ত্রী

ঢাকা : ভোজ্য তেলের আমদানিনির্ভরতা কমাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি জানান, আমাদের বিজ্ঞানীরা উচ্চফলনশীল ও স্বল্পকালীন উন্নত জাতের ধান ও সরিষার জাত উদ্ভাবন করেছে। এগুলোর চাষ দ্রুত কৃষকের কাছে জনপ্রিয় করতে পারলে ধান উৎপাদন না কমিয়েও অতিরিক্ত ফসল হিসাবে সরিষাসহ তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হবে। এই লক্ষ্যে মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

বুধবার সকালে ‘তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে তেলজাতীয় ফসল উৎপাদনের মূল সমস্যা জমির স্বল্পতা। ধানসহ অন্যান্য ফসলের তুলনায় কৃষকেরা এ ফসল চাষে কম আগ্রহী। গত এক যুগে দেশে তেল শস্যের উৎপাদন দ্বিগুণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে ভোজ্য তেলের বেশির ভাগই আমদানি করতে হয়। এ অবস্থায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে।’

২০০৯ সালে তেলজাতীয় ফসল উৎপাদনের পরিমাণ ছিল ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৪ হাজার মেট্রিক টনে। এই সময়ে তেলের চাহিদাও বেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত