Ajker Patrika

প্রশাসনে বিশৃঙ্খলা: জনপ্রশাসনের কাজ করছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

উবায়দুল্লাহ বাদল, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১২: ৫৬
Thumbnail image

বিদ্যমান বিধিবিধান উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমানকে (৬২৫৪) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটেও সচিব পদে মফিদুর রহমানের নাম ও ছবি আপলোড হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করলেও নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিজুর রহমানকে (৬২৫৪) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন।ছবি: সংগৃহীততবে কর্মকর্তাদের অনেকে বলছেন, প্রশাসনে ক্যাডার কর্মকর্তাদের, বিশেষ করে সরকারের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, প্রেষণ ও পদোন্নতির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এটা কোনোভাবেই অন্য কোনো মন্ত্রণালয় করতে পারে না। চলতি বা রুটিন দায়িত্ব দিতে হলেও এর সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদন লাগবে। 

এর আগে গত ১৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে পদটি শূন্য হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া হয়।

এরও আগে হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করে সরকার। 

এ প্রসঙ্গে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। 

তবে নাম প্রকাশ না করার শর্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এটা অর্থ উপদেষ্টার নির্দেশে করা হয়েছে। যদিও এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত