উবায়দুল্লাহ বাদল, ঢাকা
বিদ্যমান বিধিবিধান উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমানকে (৬২৫৪) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটেও সচিব পদে মফিদুর রহমানের নাম ও ছবি আপলোড হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করলেও নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কর্মকর্তাদের অনেকে বলছেন, প্রশাসনে ক্যাডার কর্মকর্তাদের, বিশেষ করে সরকারের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, প্রেষণ ও পদোন্নতির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এটা কোনোভাবেই অন্য কোনো মন্ত্রণালয় করতে পারে না। চলতি বা রুটিন দায়িত্ব দিতে হলেও এর সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদন লাগবে।
এর আগে গত ১৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে পদটি শূন্য হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
এরও আগে হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করে সরকার।
এ প্রসঙ্গে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এটা অর্থ উপদেষ্টার নির্দেশে করা হয়েছে। যদিও এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার।’
আরও খবর পড়ুন:
বিদ্যমান বিধিবিধান উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমানকে (৬২৫৪) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদে রুটিন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে তা কার্যকর হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটেও সচিব পদে মফিদুর রহমানের নাম ও ছবি আপলোড হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করলেও নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে কর্মকর্তাদের অনেকে বলছেন, প্রশাসনে ক্যাডার কর্মকর্তাদের, বিশেষ করে সরকারের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, প্রেষণ ও পদোন্নতির এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এটা কোনোভাবেই অন্য কোনো মন্ত্রণালয় করতে পারে না। চলতি বা রুটিন দায়িত্ব দিতে হলেও এর সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপদেষ্টার অনুমোদন লাগবে।
এর আগে গত ১৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খানকে এনবিআরের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে পদটি শূন্য হয়। তবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাঁকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
এরও আগে হাসিনা সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তি বাতিল করে সরকার।
এ প্রসঙ্গে জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
তবে নাম প্রকাশ না করার শর্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘এটা অর্থ উপদেষ্টার নির্দেশে করা হয়েছে। যদিও এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার।’
আরও খবর পড়ুন:
দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হলো। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
১৬ মিনিট আগেশনিবার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচার সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩৮ মিনিট আগেকুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে বিএনপি নেতা নিহতের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাক। সেই সঙ্গে যৌথবাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করাসহ ৪টি দাবি তুলে ধরেছে সংগঠনটি। আজ শনিবার সংগঠনটির অফিশিয়াল ফেসবুক..
১ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে