নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।
আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম।
ইসি সচিব বলেন, ৫ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। তাতে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন চারজনকে আটক করা হয়েছে। তিনজনকে ছোটখাটো জরিমানা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা জানেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন। শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। সুতরাং ১২টার সময় যদি ১৭-১৮ শতাংশের মতো হয়। তাহলে আমরা ধারণা করতে পারি যে, শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যাবে।
ইসি সচিব বলেন, ‘আমরা যেটা চাই, কমপ্লিট একটা আদর্শ নির্বাচন। এটি আমাদের উদ্দেশ্য, সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স। এখানে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের মাসল শো করার সুযোগ নেই। যাঁরা ভোট দিতে আসবেন, তাঁরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ইচ্ছামতো ভোট দিতে পারেন, সেই পরিবেশটা আমরা সবাই মিলে এনশিওর করছি। সব দিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, মানুষ তাদের সুবিধামতো স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি বিকেল বেলা ভোট আরও বাড়বে।’
চলমান উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিম। তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।
আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব শফিউল আজিম।
ইসি সচিব বলেন, ৫ হাজার ১৪৪টি কেন্দ্রের মধ্যে ৩ হাজার ৪২৩টি কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি। তাতে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। ভোট চলাকালীন চারজনকে আটক করা হয়েছে। তিনজনকে ছোটখাটো জরিমানা করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আপনারা জানেন যে আমাদের দেশে গ্রামাঞ্চলের লোকজন কাজকর্ম শেষ করে ভোটের জন্য আসেন। শেষের দিকে এই সংখ্যাটা অনেক বেড়ে যাবে। সুতরাং ১২টার সময় যদি ১৭-১৮ শতাংশের মতো হয়। তাহলে আমরা ধারণা করতে পারি যে, শেষ ভাগে গিয়ে এটি আরও অনেক বেশি বেড়ে যাবে।
ইসি সচিব বলেন, ‘আমরা যেটা চাই, কমপ্লিট একটা আদর্শ নির্বাচন। এটি আমাদের উদ্দেশ্য, সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্স। এখানে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের মাসল শো করার সুযোগ নেই। যাঁরা ভোট দিতে আসবেন, তাঁরা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ইচ্ছামতো ভোট দিতে পারেন, সেই পরিবেশটা আমরা সবাই মিলে এনশিওর করছি। সব দিক থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি, মানুষ তাদের সুবিধামতো স্বতঃস্ফূর্তভাবে ভোট উৎসবে অংশগ্রহণ করছে। আমরা আশা করছি বিকেল বেলা ভোট আরও বাড়বে।’
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
২ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
২ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৮ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে