Ajker Patrika

আমাদের লক্ষ্য ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন: সিইসি

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৫
আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি। ছবি: আজকের পত্রিকা
আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জুনের মধ্যে স্থানীয় নির্বাচন সম্ভব নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নির্বাচন কমিশনের লক্ষ্য। সেই লক্ষ্য ধরেই তাঁরা এগোচ্ছেন।

আজ সোমবার আগারগাঁওয়ের ইটিআই ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নতুন কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘স্থানীয় নির্বাচন আগে করা সম্ভব যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয়। কারণ নতুন ভোটার তালিকা চূড়ান্ত হবে জুন মাসের শেষে। সুষ্ঠু ভোটার তালিকা করার জন্য ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এখন ডেটা এন্ট্রির কাজ চলছে। আমরা যথাসম্ভব ব্যবস্থা রাখছি, যাতে ভুল কম হয়। স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের দৃষ্টিভঙ্গি থেকে জুনের মধ্যে স্থানীয় নির্বাচনের কথা বলেছে। তবে আমরা যখন স্বচ্ছ ভোটার তালিকা করতে পারব, শুধু তখনই নির্বাচনের কথা বলতে পারব। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক চলছে, কিন্তু নির্বাচন কমিশন তাতে জড়িত হতে চায় না। আমরা আগে ভোটার তালিকাটা বানাই, তারপর দেখা যাবে। ভোটার তালিকাটাই তো চূড়ান্ত করতে পারলাম না। স্বচ্ছ ভোটার তালিকা যখন তৈরি করতে পারব, তখন আমাদের প্রস্তুতি শুরু হবে। আমাদের টার্গেট কিন্তু ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন।’

প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা তৈরি এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ছাড়া সীমানা নির্ধারণের অনেক আবেদন ঝুলে আছে। আইনি জটিলতার কারণে সেগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না। তবে এই আইন সংশোধন করার জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান সিইসি। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, প্রয়োজন অনুযায়ী সেগুলোও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের জন্য জোরেশোরে প্রস্তুতি চলছে জানিয়ে সিইসি বলেন, ‘সরকার থেকে ডিসেম্বর বা আগামী বছরের মধ্যে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। তবে বৃষ্টি ও বর্ষাকাল থাকায় মে-জুনে করা যাবে না। করলে হয়তো এপ্রিলে করতে হবে। কিন্তু আমরা ডিসেম্বর ধরে প্রস্তুতি এগিয়ে রাখছি।’

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতা নিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হবে, যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।’

সিইসি বলেন, ‘সরকার ঐকমত্য কমিশন করেছে, যার মেয়াদ ছয় মাস। যদি মিনিমাম সংস্কার হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। আর ডিসেম্বরে করতে হলে, অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। এখন থেকেই ভোটার তালিকাসহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে।’

সবাই সুষ্ঠু নির্বাচন চায়, এই একটা বিষয়ে পুরো জাতিই এক জানিয়ে সিইসি বলেন, ‘সব দলের নিজস্ব দৃষ্টি আছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র মানে হলো ভিন্নমত, ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন চাহিদা থাকবে। যা-ই হোক আমাদের প্রস্তুতি থেমে থাকবে না। আমাদের ব্যক্তিগত অ্যাজেন্ডা নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাজ করছি।’

আরএফইডির অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানীসহ অন্যান্যরা দায়িত্ব গ্রহণ করেন। একইসঙ্গে বিদায়ী কমিটির সভাপতি একরামুল হক সায়েম ও সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরসহ সবাইকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ ছাড়া আরএফইডি’র কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার কাজী হাফিজ ও সাইদুর রহমান, হুসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের বিচারক তৌহিদুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন সহসভাপতি পদে আ ন ম মহিবুব উজ জামান, যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ রায়হান পলাশ, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম লিংকন এবং কার্যনির্বাহী সদস্য পদে ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত ও জাহিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারতের দুঃসংবাদ

‘ভোট পড়ে ৩০০, বিকেলে হয়ে যায় ৩ হাজার’ বলা সেই আ. লীগ নেতা গ্রেপ্তার

শাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

পিরোজপুরে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত