নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখবে সরকার। ক্লিনফিড প্রচার না করে কেব্ল অপারেটররা বিদেশি চ্যানেল বন্ধ রাখায় লাইসেন্সের শর্ত ভাঙছে। কেবল অপারেটররা চাইলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে।
আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, `আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্যও বলিনি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত। দেশের আইন মেনে এখানে যেকোনো চ্যানেল সম্প্রচার করতে পারে। সব দেশে আইন মেনে চ্যানেলগুলো সম্প্রচার করে। শুধু আমাদের দেশে আইনকে বছরের পর বছর ধরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। আমরা আইন বাস্তবায়নের কথা দুই বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছি। বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। গত মাসের শুরুতেই তাদের সঙ্গে দ্বিতীয়বারের মত বসে সিদ্ধান্ত হয় ১ অক্টোবর থেকে আইন কার্যকর করব। তাই ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।'
হাছান মাহমুদ বলেন, কিছু অপারেটর ক্লিনফিড না পেয়ে প্রচারণা বন্ধ রেখেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিবিসি, সিএনএন, আলজাজিরা, ফ্রান্স টিভি, রাশান টিভিসহ ১৭টি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিডে আসে। কিন্তু সেগুলোও কেব্ল অপারেটররা চালাচ্ছে না। এটি কেব্ল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ।
তথ্যমন্ত্রী বলেন, ৪ অক্টোবরের পর কেব্ল অপারেটরদের আন্দোলনের হুমকির কথা বলা অযৌক্তিক। যেসব চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থ ও আইনবিরোধী। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। তবে তারা যদি আলোচনা করতে চায়, আলোচনা হতেই পারে।
বিদেশি চ্যানেল বন্ধ থাকায় কেব্ল অপারেটররা আর্থিকভাবে ক্ষতিতে পড়ার যে দাবি করেছে, সেটি জনগণকে ধোঁকা দেওয়ার মতো বক্তব্য বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তারা কি চ্যানেলগুলো দেখা না যাওয়ার পর চার্জ কমিয়ে দিয়েছে? এক টাকাও তো কমেনি। বিদেশি চ্যানেল দেখানোর জন্য এজেন্টদের যে ফি দিত, সেটা এখন দিতে হবে না, টাকা সাশ্রয় হবে।’
উল্লেখ্য, ক্লিনফিড, অর্থাৎ বিজ্ঞাপন ছাড়া দেশে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার নিশ্চিত করতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সরকার। এরপর কেব্ল অপারেটররা অর্ধশতাধিক বিদেশি চ্যানেল বন্ধ রেখেছে। এই অভিযান চলতে থাকলে ৪ অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছে কেব্ল অপারেটররা।
দেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখবে সরকার। ক্লিনফিড প্রচার না করে কেব্ল অপারেটররা বিদেশি চ্যানেল বন্ধ রাখায় লাইসেন্সের শর্ত ভাঙছে। কেবল অপারেটররা চাইলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে।
আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, `আমরা কোনো চ্যানেল বন্ধ করিনি, বন্ধ করার জন্যও বলিনি। বাংলাদেশের আকাশ উন্মুক্ত। দেশের আইন মেনে এখানে যেকোনো চ্যানেল সম্প্রচার করতে পারে। সব দেশে আইন মেনে চ্যানেলগুলো সম্প্রচার করে। শুধু আমাদের দেশে আইনকে বছরের পর বছর ধরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছিল। আমরা আইন বাস্তবায়নের কথা দুই বছর আগে সংশ্লিষ্ট সবাইকে বলেছি। বেশ কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। গত মাসের শুরুতেই তাদের সঙ্গে দ্বিতীয়বারের মত বসে সিদ্ধান্ত হয় ১ অক্টোবর থেকে আইন কার্যকর করব। তাই ক্লিনফিড নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।'
হাছান মাহমুদ বলেন, কিছু অপারেটর ক্লিনফিড না পেয়ে প্রচারণা বন্ধ রেখেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু বিবিসি, সিএনএন, আলজাজিরা, ফ্রান্স টিভি, রাশান টিভিসহ ১৭টি চ্যানেল বাংলাদেশে ক্লিনফিডে আসে। কিন্তু সেগুলোও কেব্ল অপারেটররা চালাচ্ছে না। এটি কেব্ল অপারেটর লাইসেন্সের শর্ত ভঙ্গ।
তথ্যমন্ত্রী বলেন, ৪ অক্টোবরের পর কেব্ল অপারেটরদের আন্দোলনের হুমকির কথা বলা অযৌক্তিক। যেসব চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থ ও আইনবিরোধী। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। তবে তারা যদি আলোচনা করতে চায়, আলোচনা হতেই পারে।
বিদেশি চ্যানেল বন্ধ থাকায় কেব্ল অপারেটররা আর্থিকভাবে ক্ষতিতে পড়ার যে দাবি করেছে, সেটি জনগণকে ধোঁকা দেওয়ার মতো বক্তব্য বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তারা কি চ্যানেলগুলো দেখা না যাওয়ার পর চার্জ কমিয়ে দিয়েছে? এক টাকাও তো কমেনি। বিদেশি চ্যানেল দেখানোর জন্য এজেন্টদের যে ফি দিত, সেটা এখন দিতে হবে না, টাকা সাশ্রয় হবে।’
উল্লেখ্য, ক্লিনফিড, অর্থাৎ বিজ্ঞাপন ছাড়া দেশে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার নিশ্চিত করতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করেছে সরকার। এরপর কেব্ল অপারেটররা অর্ধশতাধিক বিদেশি চ্যানেল বন্ধ রেখেছে। এই অভিযান চলতে থাকলে ৪ অক্টোবরের পর আন্দোলনের হুমকি দিয়েছে কেব্ল অপারেটররা।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া চার পুলিশ কর্মকর্তা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
৩৬ মিনিট আগেখসড়া তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এর মধ্যে, নিবন্ধিত হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২২৪ জন।
৩ ঘণ্টা আগেদেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি রূপরেখার আওতায় ১৮টি প্রস্তাব দিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটি বলছে, এসব সংস্কার প্রস্তাব ২০২৫ থেকে ২০৩১ সাল পর্যন্ত তিন মেয়াদে বাস্তবায়নের রূপরেখা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেখসড়া তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩ ঘণ্টা আগে