কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কেমন, নির্বাচনের সময় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইনগুলো কেমন ভূমিকা পালন করে, সেসব বিষয়ে ধারণা নিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
আজ সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন কার্যালয়ে অন্তত দুই দফায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলটি কথা বলে।
ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও প্রথম আলোর ইংরেজি সংস্করণের সম্পাদক আয়েশা সিদ্দিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ১০ জন সাংবাদিক দুই দফায় এই মতবিনিময়ে অংশ নেন।
পরে বৈঠকের আলোচনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নিউ এজ সম্পাদক নূরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ইইউ দলটি গণমাধ্যমের স্বাধীনতা ও নির্বাচন অনুষ্ঠানের হালচাল নিয়ে জানতে চেয়েছে।
নূরুল কবীর জানান, তিনি ইইউ দলটিকে বলেছেন, যাতে তাঁরা বাংলাদেশে ইইউর সুনামের সঙ্গে সংগতি রেখে নিজেদের সদর দপ্তরে বাংলাদেশের জনগণের স্বার্থে একটি ভালো নির্বাচন হওয়ার জন্য যা দরকার, তেমন সুপারিশ করে।
গণমাধ্যমের হালচাল প্রসঙ্গে নূরুল কবীর ইইউ দলকে বলেছেন, কোনো কর্তৃত্ববাদী সরকারই মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছাড়াও গণমাধ্যমকে বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এর মধ্যে আছে পত্রিকার আয় কমানোর জন্য প্রভাব বিস্তার, সাংবাদিকদের মারধর করা ইত্যাদি।
দুই সপ্তাহের সফরে ৮ জুলাই ঢাকায় আসা ইইউ দলটি বিভিন্ন অংশীজনের সঙ্গে অন্তত ৭০টি বৈঠক করেছে জানিয়ে সাংবাদিকদের বলেছে, প্রতিনিধিদলের সদস্যরা আরও অনেকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবে।
আজ অন্য একটি বৈঠকে অংশ নেওয়া দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম আজকের পত্রিকাকে বলেন, গণমাধ্যমের অনেককে মালিকদের চাপ ও সেলফ সেন্সরশিপসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হয়। সেটি তিনি ইইউ প্রতিনিধিদলের সামনে তুলে ধরেছেন।
ইতালির নির্বাচন বিশেষজ্ঞ রিকার্দো শেলেরির নেতৃত্বে ছয় সদস্যের এই ইইউ প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলে আছেন ফ্রান্সের বৈদেশিক নীতি বিষয়ে বিশেষজ্ঞ মেরি হেলেন এন্ডারলিন, গ্রিক রাজনৈতিক বিশেষজ্ঞ দিমিত্রি আইওয়ান্নু, পর্তুগালের আইন বিশেষজ্ঞ ক্রিস্টিনা রামোস আলভেজ, ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ আয়ান জেমস মিলার ও ফ্রান্সের লজিস্টিকস বিশেষজ্ঞ ক্রিস্টোফার শেমেন।
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কেমন, নির্বাচনের সময় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইনগুলো কেমন ভূমিকা পালন করে, সেসব বিষয়ে ধারণা নিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
আজ সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন কার্যালয়ে অন্তত দুই দফায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলটি কথা বলে।
ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও প্রথম আলোর ইংরেজি সংস্করণের সম্পাদক আয়েশা সিদ্দিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ১০ জন সাংবাদিক দুই দফায় এই মতবিনিময়ে অংশ নেন।
পরে বৈঠকের আলোচনার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নিউ এজ সম্পাদক নূরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ইইউ দলটি গণমাধ্যমের স্বাধীনতা ও নির্বাচন অনুষ্ঠানের হালচাল নিয়ে জানতে চেয়েছে।
নূরুল কবীর জানান, তিনি ইইউ দলটিকে বলেছেন, যাতে তাঁরা বাংলাদেশে ইইউর সুনামের সঙ্গে সংগতি রেখে নিজেদের সদর দপ্তরে বাংলাদেশের জনগণের স্বার্থে একটি ভালো নির্বাচন হওয়ার জন্য যা দরকার, তেমন সুপারিশ করে।
গণমাধ্যমের হালচাল প্রসঙ্গে নূরুল কবীর ইইউ দলকে বলেছেন, কোনো কর্তৃত্ববাদী সরকারই মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছাড়াও গণমাধ্যমকে বিভিন্ন উপায়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এর মধ্যে আছে পত্রিকার আয় কমানোর জন্য প্রভাব বিস্তার, সাংবাদিকদের মারধর করা ইত্যাদি।
দুই সপ্তাহের সফরে ৮ জুলাই ঢাকায় আসা ইইউ দলটি বিভিন্ন অংশীজনের সঙ্গে অন্তত ৭০টি বৈঠক করেছে জানিয়ে সাংবাদিকদের বলেছে, প্রতিনিধিদলের সদস্যরা আরও অনেকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবে।
আজ অন্য একটি বৈঠকে অংশ নেওয়া দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম আজকের পত্রিকাকে বলেন, গণমাধ্যমের অনেককে মালিকদের চাপ ও সেলফ সেন্সরশিপসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হয়। সেটি তিনি ইইউ প্রতিনিধিদলের সামনে তুলে ধরেছেন।
ইতালির নির্বাচন বিশেষজ্ঞ রিকার্দো শেলেরির নেতৃত্বে ছয় সদস্যের এই ইইউ প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলে আছেন ফ্রান্সের বৈদেশিক নীতি বিষয়ে বিশেষজ্ঞ মেরি হেলেন এন্ডারলিন, গ্রিক রাজনৈতিক বিশেষজ্ঞ দিমিত্রি আইওয়ান্নু, পর্তুগালের আইন বিশেষজ্ঞ ক্রিস্টিনা রামোস আলভেজ, ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ আয়ান জেমস মিলার ও ফ্রান্সের লজিস্টিকস বিশেষজ্ঞ ক্রিস্টোফার শেমেন।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৫ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১০ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড..
১০ ঘণ্টা আগেমজুরি বৈষম্য দূরীকরণ, চাকরির সুরক্ষা নিশ্চিত ও নিজেদের অধিকার আদায় করতে শুধু সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং আন্দোলন–সংগ্রামও চালিয়ে যেতে হবে—এমনটাই বলেছেন খোদ সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
১২ ঘণ্টা আগে