Ajker Patrika

চিকিৎসক নিয়োগে আদালত হস্তক্ষেপ করবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চিকিৎসক নিয়োগে আদালত হস্তক্ষেপ করবে না

চিকিৎসক নিয়োগের বিষয়ে হাইকোর্ট কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না। আজ সোমবার একটি রিট আবেদনের ওপর শুনানির সময় বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল বেঞ্চ এ কথা বলেন। 

শুনানিতে আদালত বলেন, ‘কততম বিসিএস থেকে, কীভাবে কতজন চিকিৎসক নিয়োগ দেবেন, এটা সরকারের সংশ্লিষ্টদের পলিসি মেকিংয়ের বিষয়। এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কথা বলুন। তবে চিকিৎসক নিয়োগে আইনের কোনো ব্যত্যয় হলে আপনারা তখন আদালতে আসতে পারেন।’ 

রিটকারীর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও অ্যাডভোকেট মো. মশিউর রহমানকে উদ্দেশ করে আদালত এ কথা বলেন। পরে ৩৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। 

সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানির সময় উপস্থিত ছিলেন। 

এর আগে গত ২৯ জুলাই ৩৯ তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণদের মধ্য থেকে চিকিৎসক নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ৩৯ তম বিসিএসে উত্তীর্ণ ডা. রাফা মো. নুরুল ইসলামসহ ১ হাজার ৩৬০ শিক্ষার্থীর পক্ষে এ রিট করেন অ্যাডভোকেট মো. মশিউর রহমান। 

রিটে বলা হয়, ২০১৮ সালে ৩৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হন সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন। এর মধ্য থেকে প্রথম দফায় ৪ হাজার ৫৪২ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয় সরকার। তখন বলা হয়েছিল, বাকিরা উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও শূন্য পদ না থাকার কারণে তাঁদের নিয়োগের বিষয়ে সুপারিশ করা গেল না। 

পরবর্তীতে নিয়োগের রিকুইজিশন পাওয়া গেলে নন–ক্যাডার হিসেবে বিধিবিধান অনুসরণ করে নিয়োগ দেওয়া হবে। এরপর গত বছর যখন করোনার প্রাদুর্ভাব বেড়ে গেল তখন আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। বাকি থাকে সাড়ে ৬ হাজার চিকিৎসক। 

সম্প্রতি নতুন করে ৪ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা দেয় সরকার। এরপরই বলা হয় নতুন এ নিয়োগ ৪২ তম বিসিএস (বিশেষ) থেকে নেওয়া হবে। ৩৯ তম বিসিএসে (বিশেষ) উত্তীর্ণ তালিকাভুক্ত সাড়ে ৬ হাজার চিকিৎসক থেকে নিয়োগ না দিয়ে নতুন পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া বেআইনি বলে উল্লেখ করে এ রিট করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত