Ajker Patrika

মৎস্য সপ্তাহ উদ্বোধন, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

বাসস, ঢাকা  
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় গুরুত্বারোপ করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা এই সপ্তাহের উদ্বোধন করেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে।’ তিনি পরিবেশবান্ধব মৎস্য চাষ এবং এই খাতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন।

এ সময় গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিশেষ গুরুত্ব আরোপ করে ড. ইউনূস বলেন, মৎস্য খাতের অপার সম্ভাবনা কাজে লাগাতে হবে। বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর কথা বলেন তিনি। তিনি বলেন, গভীর সমুদ্রের সম্পদ আহরণের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক ২০২৫ তুলে দেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: প্রদর্শনী ও কর্মশালা, আলোচনা সভা, আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই সপ্তাহের প্রধান লক্ষ্য হলো প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। এতে মৎস্যজীবী, উদ্যোক্তা, গবেষক এবং সাধারণ জনগণকে সচেতন করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত