Ajker Patrika

সীমান্ত হত্যা বন্ধে ‘ফর্মুলা’ দিয়েছে ভারত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ ও ভারত সীমান্তে হত্যা, চোরাচালানসহ অন্যান্য অপরাধ বন্ধে দিল্লি ‘ফর্মুলা’ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

১৯৭১ সালে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত স্বীকৃতি দেওয়াতে বাংলাদেশের হৃদয় ভরে গিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘এ বছরও ভারত বাংলাদেশকে সম্মান দিয়েছে। ৫০ বছরপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন এবং তাদের রাষ্ট্রপতি আসবেন।’

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাতটি সৌজন্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ও ভারতের সোনালি অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেকগুলো বিষয় এসেছে। ভারত চায় না এমন কাজ হবে যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়তে বাধা হয়ে দাঁড়ায়।’

সীমান্ত হত্যা নিয়ে একে আবদুল মোমেন বলেন, ‘বৈঠকে ভারত জানিয়েছে যে, এগুলোর ওপর আরও সতর্ক দৃষ্টি রাখবে। একটি সূত্র বা ফর্মুলা দিয়েছে যাতে সীমান্তে ঝামেলা না হয়। পানির নিয়ে আলোচনা হয়েছে, এটি সমাধান হবে আলোচনার মাধ্যমে, সেটি ত্বরান্বিত করা হবে।’

জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে কি না-জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি ত্বরান্বিত করার জন্য এরই মধ্যে ভারতকে জানিয়েছে বাংলাদেশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত