Ajker Patrika

মধ্যরাতে কোর্টের হস্তক্ষেপে বগুড়ায় নিশ্চিত হলো হাই ফ্লো ন্যাজাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৬: ০৩
মধ্যরাতে কোর্টের হস্তক্ষেপে বগুড়ায় নিশ্চিত হলো হাই ফ্লো ন্যাজাল

হাইকোর্টের হস্তক্ষেপে মধ্যরাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা লাগানো হয়েছে। এতে হাসপাতালের রোগীদের অক্সিজেন সংকটের কিছুটা সমাধান হয়েছে।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটে সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আরও ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষু। এমন সংবাদ গণমাধ্যমে দেখে গতকাল শুক্রবার মধ্যরাতেই রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। বিচারপতি রাতেই অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি দেখতে বলেন।

জানা গেছে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন রাতেই এ বিষয়ে স্বাস্থ্যসচিব ও ডিজির সঙ্গে কথা বলেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, বগুড়ার সেই হাসপাতালের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটের সমাধান হয়েছে। 

অ্যাটর্নি জেনারেল জানান, তাঁকে জানানো হয়েছিল রোববারের মধ্যে সরকারিভাবে বিষয়টি সমাধান করা হবে। কিন্তু তার আগেই বেসরকারিভাবে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা লাগানো হয়েছে।

গত শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, ১৬ ঘণ্টায় চাহিদা অনুযায়ী উচ্চমাত্রার অক্সিজেন না পাওয়ায় সাত করোনা রোগীর মৃত্যু হয় ওই হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদে বলা হয়, ২০০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত ২২৩ জন রোগী ভর্তি ছিলেন। অধিকাংশ রোগীকেই উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ প্রয়োজন ছিল। কিন্তু হাসপাতালটিতে এখন দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা থাকায় দুজনের অতিরিক্ত আর কোনো রোগীকে অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। যে কারণে যাঁদের অক্সিজেন স্যাচুরেশন (রক্তে ঘনীভূত অক্সিজেনের মাত্রা) ৮৭–এর নিচে, তাঁদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটের একই চিত্র জেলার অন্যান্য হাসপাতালেও।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, এমন খবর পাওয়ার পর তিনি বিষয়টি বিচারপতিকে জানান। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অক্সিজেনের সংকট বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে এখন কমেছে। বগুড়ার অন্যান্য হাসপাতালে এমন সংকট থাকলে সেটা স্বাস্থ্য অধিদপ্তর রোববারের মধ্যে ব্যবস্থা নেবে বলে অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত