কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের রাজধানী খার্তুম থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম বড় দলটিকে আগামী ২ মে দেশটির বন্দরনগরী পোর্ট সুদানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করে এই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
পোর্ট সুদান থেকে জাহাজ অথবা ফেরিতে করে তাদের সৌদি বন্দরনগরী জেদ্দায় নেওয়া হবে। সেখান থেকে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। পোর্ট সুদান থেকে সৌদি জাহাজের রওনা হওয়ার তারিখ নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের নাগরিকদের প্রথম দলটিকে ফেরানোর দিনটি স্থির করা হয়েছে বলে রাষ্ট্রদূত জানান।
দেশটি ছেড়ে ঘরে ফেরার জন্য ইতিমধ্যে প্রায় ৬০০ বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন বলে দূতাবাস জানায়। সৌদি জাহাজযোগে ইতিমধ্যে কিছু বাংলাদেশি অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পৌঁছেছেন। তবে তারা সংখ্যায় ঠিক কত, তা জানা যায়নি।
সাউদি গেজেটের তথ্য অনুযায়ী, তেলসমৃদ্ধ সৌদি আরব পোর্ট সুদান থেকে জেদ্দায় জাহাজযোগে নিয়মিত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও বাংলাদেশ ও ভারতসহ ২৫ দেশের ১৮৭ নাগরিক জেদ্দা পৌঁছেছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৭৪ দেশের ২ হাজার ৫৪৪ নাগরিককে উদ্ধার করা হয়েছে।
এর বাইরে ১৩ জন বাংলাদেশিকে সৌদি নৌবাহিনী উদ্ধার করেছে বলে এক সূত্রে জানা গেছে। অন্যদিকে, বাংলাদেশের ৫৯ জন নাগরিক সুদানে লুটপাটের শিকার হয়েছে বলে খার্তুমে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন।
সুদানের নিরাপত্তা বাহিনীর বিবদমান পক্ষগুলোর ছোড়া মেশিনগানের গুলি গত ১৫ ও ২২ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে আঘাত হানার পর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা খার্তুম থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।
গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের রাজধানী খার্তুম থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম বড় দলটিকে আগামী ২ মে দেশটির বন্দরনগরী পোর্ট সুদানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করে এই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
পোর্ট সুদান থেকে জাহাজ অথবা ফেরিতে করে তাদের সৌদি বন্দরনগরী জেদ্দায় নেওয়া হবে। সেখান থেকে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। পোর্ট সুদান থেকে সৌদি জাহাজের রওনা হওয়ার তারিখ নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের নাগরিকদের প্রথম দলটিকে ফেরানোর দিনটি স্থির করা হয়েছে বলে রাষ্ট্রদূত জানান।
দেশটি ছেড়ে ঘরে ফেরার জন্য ইতিমধ্যে প্রায় ৬০০ বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন বলে দূতাবাস জানায়। সৌদি জাহাজযোগে ইতিমধ্যে কিছু বাংলাদেশি অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পৌঁছেছেন। তবে তারা সংখ্যায় ঠিক কত, তা জানা যায়নি।
সাউদি গেজেটের তথ্য অনুযায়ী, তেলসমৃদ্ধ সৌদি আরব পোর্ট সুদান থেকে জেদ্দায় জাহাজযোগে নিয়মিত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও বাংলাদেশ ও ভারতসহ ২৫ দেশের ১৮৭ নাগরিক জেদ্দা পৌঁছেছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৭৪ দেশের ২ হাজার ৫৪৪ নাগরিককে উদ্ধার করা হয়েছে।
এর বাইরে ১৩ জন বাংলাদেশিকে সৌদি নৌবাহিনী উদ্ধার করেছে বলে এক সূত্রে জানা গেছে। অন্যদিকে, বাংলাদেশের ৫৯ জন নাগরিক সুদানে লুটপাটের শিকার হয়েছে বলে খার্তুমে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন।
সুদানের নিরাপত্তা বাহিনীর বিবদমান পক্ষগুলোর ছোড়া মেশিনগানের গুলি গত ১৫ ও ২২ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে আঘাত হানার পর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা খার্তুম থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।
মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২৭ মিনিট আগেজাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ আরও বেশি ফোর্স নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ রোববার সচিবালয়ে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া
৩১ মিনিট আগেনতুন রাজনৈতিক দল আবেদনের সময় দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি দল সময় বাড়ানোর দাবিতে ইসি সচিবের কাছে এক চিঠি দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিল ইসি।
১ ঘণ্টা আগেনারীর মরদেহের ময়নাতদন্ত নারী দিয়ে করাতে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২০ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রুল জারি করেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের...
২ ঘণ্টা আগে