Ajker Patrika

লোকোমোটিভ কিনতে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৩: ২২
লোকোমোটিভ কিনতে বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি সমৃদ্ধকরণ ও প্রযুক্তিগত দিকগুলোকে গুরুত্ব দিয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি এবং ট্রেনের লোকোমোটিভ ক্রয়ে সহায়তা করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেব। 

আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক খাতে পারস্পরিক অংশীদারত্ব ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। এ সময় তিনি দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে এ সরকারের কঠোর ও অনমনীয় অবস্থান সম্পর্কে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে অবহিত করেন। 

সাক্ষাতে ল্যান্ড বেজড গ্যাস প্ল্যান্ট-এ বিনিয়োগ ও ভবিষ্যতে সড়ক, ব্রিজ ও টানেল নির্মাণে বাংলাদেশের পাশে থাকার বিষয়ে চার্জ দ্যা অ্যাফেয়ার্স উপদেষ্টাকে আশ্বস্ত করেন। 

উপদেষ্টা বলেন, ইতিমধ্যে সরকার জনগণের নিকট স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর ৩৪ (ক) ধারা বাদ দেওয়া হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে প্রকিউরমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বোর্ডগুলো সংস্কার এবং পুনর্গঠন করা হচ্ছে। 

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত অর্থনৈতিক প্রধান জেমস গার্ডিনার, ইউএসএআইডি মিশন পরিচালক, কমার্শিয়াল লিডসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত