রংপুর প্রতিনিধি
রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক রংপুর সিটি করপোরেশন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে ৪টায় দুদকের মামলা নিষ্পত্তির কাগজ জমা দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা প্রশাসকের হলরুমে যাচাই-বাছাই শেষে রাঙ্গাঁর মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের মামলা নিষ্পত্তির কপি না দেওয়ায় স্থগিত করা হয় রাঙ্গাঁর মনোনয়নপত্র। তাঁকে বিকেল ৪টা পর্যন্ত সেই মামলার কাগজ জমা দেওয়ার জন্য বলা হয়। এই সময়ের মধ্যে রাঙ্গাঁ মামলার কাগজ জমা দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
রংপুর-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সকালে তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রাঙ্গাঁ ছাড়াও এই আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের সবুজ প্রামাণিক, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে বিকেলে রাঙ্গাঁ ও শ্যামলী রায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘কাগজপত্রে ত্রুটি থাকায় রংপুর-১ আসনের প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁসহ চারজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। রাঙ্গাঁসহ আরও একজন প্রার্থী কাগজপত্র ঠিক করায় তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রংপুর-১ আসনে একজনের মনোনয়ন বাতিল ও দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।’
রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক রংপুর সিটি করপোরেশন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেলে ৪টায় দুদকের মামলা নিষ্পত্তির কাগজ জমা দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলা প্রশাসকের হলরুমে যাচাই-বাছাই শেষে রাঙ্গাঁর মনোনয়নপত্র স্থগিতের সিদ্ধান্ত দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের মামলা নিষ্পত্তির কপি না দেওয়ায় স্থগিত করা হয় রাঙ্গাঁর মনোনয়নপত্র। তাঁকে বিকেল ৪টা পর্যন্ত সেই মামলার কাগজ জমা দেওয়ার জন্য বলা হয়। এই সময়ের মধ্যে রাঙ্গাঁ মামলার কাগজ জমা দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁর মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
রংপুর-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সকালে তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
রাঙ্গাঁ ছাড়াও এই আসনে বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের সবুজ প্রামাণিক, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার আহমেদের স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে বিকেলে রাঙ্গাঁ ও শ্যামলী রায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ায় তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘কাগজপত্রে ত্রুটি থাকায় রংপুর-১ আসনের প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁসহ চারজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। রাঙ্গাঁসহ আরও একজন প্রার্থী কাগজপত্র ঠিক করায় তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রংপুর-১ আসনে একজনের মনোনয়ন বাতিল ও দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।’
বিশেষ বিসিএসের মাধ্যমে দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ সোমবার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ে রেলওয়ে হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনায় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি
৩৯ মিনিট আগেদুর্নীতি, হত্যা মামলা ও মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত বিভিন্ন দেশে পালাতক আওয়ামী লীগ নেতা ও ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রীদের দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে। এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, জনগণের টাকায় বিদেশে ফুর্তি করা আওয়ামী লীগ নেতাদের বিচার করা সরকারের নৈতিক...
১ ঘণ্টা আগেশেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক বা অবরুদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে তাঁদের এনআইডি যাচাই করে সেবা নেওয়ার পথ রুদ্ধ হলো। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে পাঁচটি কমিশনের একটি শ্রমবিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন...
২ ঘণ্টা আগে