নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে কর্মস্থল সংশ্লিষ্ট দুর্ঘটনায় মৃত্যু গত বছরের তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে বলে একটি বেসরকারি সংস্থার জরিপ প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) ফাউন্ডেশন আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করে। ওশি ভাইস চেয়ারম্যান ডা. এসএম মোর্শেদ প্রতিবেদনটি তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, দেশে চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে দুর্ঘটনায় এক হাজার ৪৩২ জনের মৃত্যু হয়েছে। একই কারণে গত বছর মারা যান ৯৬৭ জন। সেই হিসেবে এ বছর ৪৮ শতাংশ বেশি মানুষ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলেন।
ওশি বলছে, এ বছর যারা কর্মক্ষেত্রে মারা গলেন, তাঁদের মধ্যে এক হাজার ১০৩ জন অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী। আর ৩২৯ জন প্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন।
ভুক্তভোগীদের মধ্যে সর্বোচ্চ ৬৩৭ জন পরিবহন খাতের, ২২০ জন দিনমজুর, ১৪৯ জন নির্মাণকর্মী, ১৪৬ জন কৃষি খাতের ও ৯৪ জন উৎপাদন খাতের কর্মী।
ওশি সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদন, সংগঠনের স্বেচ্ছাসেবকদের স্পট রিপোর্ট, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সংস্থার কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে।
ওশির তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে কমপক্ষে নয় হাজার ২৬২ জন নিহত হন।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫০২ জন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর গুরুতর আহত হন ২২৮ জন।
সংগঠনটি বলছে, শ্রম আইন, শ্রম বিধিমালা ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার যথাযথ প্রয়োগের অভাব, প্রশিক্ষণবিহীন গাড়িচালক নিয়োগ, অপর্যাপ্ত শ্রম ও বয়লার পরিদর্শন ব্যবস্থা, সুরক্ষা উপকরণ ব্যবহারে অনীহা ও গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণের কারণে কর্মস্থলে দুর্ঘটনার সংখ্যা ও হতাহতের ঘটনা বাড়ছে।
কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত হতাহত কমাতে ওশি ১০টি সুপারিশ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে—শ্রম আইন, শ্রম বিধিমালা ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার কার্যকর প্রয়োগ, পোশাক খাতের মতো অন্যান্য খাতেও নিরাপত্তা কমিটি গঠন। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা ও আহত শ্রমিককে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া ও আহত শ্রমিককে পুনর্বাসনের বিষয়টি শ্রম আইনে যুক্ত করা। সরকারিভাবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা সংক্রান্ত সঠিক তথ্যভান্ডার তৈরি করা। কর্মস্থলে শ্রমিকদের উপযোগী ব্যক্তিগত সুরক্ষা উপকরণ ব্যবহার নিশ্চিত করা। বিভিন্ন শিল্প, ব্যবসা ও পেশা ইউনিটে স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট চালু করা। পেশাগত রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানো।
দেশে কর্মস্থল সংশ্লিষ্ট দুর্ঘটনায় মৃত্যু গত বছরের তুলনায় ৪৮ শতাংশ বেড়েছে বলে একটি বেসরকারি সংস্থার জরিপ প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) ফাউন্ডেশন আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করে। ওশি ভাইস চেয়ারম্যান ডা. এসএম মোর্শেদ প্রতিবেদনটি তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, দেশে চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে দুর্ঘটনায় এক হাজার ৪৩২ জনের মৃত্যু হয়েছে। একই কারণে গত বছর মারা যান ৯৬৭ জন। সেই হিসেবে এ বছর ৪৮ শতাংশ বেশি মানুষ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলেন।
ওশি বলছে, এ বছর যারা কর্মক্ষেত্রে মারা গলেন, তাঁদের মধ্যে এক হাজার ১০৩ জন অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী। আর ৩২৯ জন প্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন।
ভুক্তভোগীদের মধ্যে সর্বোচ্চ ৬৩৭ জন পরিবহন খাতের, ২২০ জন দিনমজুর, ১৪৯ জন নির্মাণকর্মী, ১৪৬ জন কৃষি খাতের ও ৯৪ জন উৎপাদন খাতের কর্মী।
ওশি সংবাদপত্র, অনলাইন ও টেলিভিশনে প্রকাশিত প্রতিবেদন, সংগঠনের স্বেচ্ছাসেবকদের স্পট রিপোর্ট, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন সংস্থার কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে।
ওশির তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে চলতি বছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত কর্মক্ষেত্রে কমপক্ষে নয় হাজার ২৬২ জন নিহত হন।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫০২ জন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বছর গুরুতর আহত হন ২২৮ জন।
সংগঠনটি বলছে, শ্রম আইন, শ্রম বিধিমালা ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার যথাযথ প্রয়োগের অভাব, প্রশিক্ষণবিহীন গাড়িচালক নিয়োগ, অপর্যাপ্ত শ্রম ও বয়লার পরিদর্শন ব্যবস্থা, সুরক্ষা উপকরণ ব্যবহারে অনীহা ও গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণের কারণে কর্মস্থলে দুর্ঘটনার সংখ্যা ও হতাহতের ঘটনা বাড়ছে।
কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত হতাহত কমাতে ওশি ১০টি সুপারিশ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে—শ্রম আইন, শ্রম বিধিমালা ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার কার্যকর প্রয়োগ, পোশাক খাতের মতো অন্যান্য খাতেও নিরাপত্তা কমিটি গঠন। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে এককালীন ১০ লাখ টাকা ও আহত শ্রমিককে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া ও আহত শ্রমিককে পুনর্বাসনের বিষয়টি শ্রম আইনে যুক্ত করা। সরকারিভাবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা সংক্রান্ত সঠিক তথ্যভান্ডার তৈরি করা। কর্মস্থলে শ্রমিকদের উপযোগী ব্যক্তিগত সুরক্ষা উপকরণ ব্যবহার নিশ্চিত করা। বিভিন্ন শিল্প, ব্যবসা ও পেশা ইউনিটে স্বাস্থ্য ও নিরাপত্তা ইউনিট চালু করা। পেশাগত রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা বাড়ানো।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৩ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৪ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৪ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৬ ঘণ্টা আগে