Ajker Patrika

কৃষকবান্ধব সরকার তখনই হবে, যখন কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পাবে: কৃষি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৪০
কৃষকবান্ধব সরকার তখনই হবে, যখন কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পাবে: কৃষি উপদেষ্টা

কৃষিকে কৃষকবান্ধব করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কৃষকবান্ধব সরকার তখনই হবে যখন কৃষকেরা সঠিকভাবে বীজ ও সার পাবে, তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষি উপদেষ্টা বলেন, সার নিয়ে যাতে কোনো সংকট না হয় তার জন্য কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ এ বিষয়ে কৃষকদের অবহিত করবেন, তারা যেন আতঙ্কিত না হন। দেশের বর্ধিঞ্চু জনসংখ্যার খাদ্যচাহিদা পূরণে অনাবাদি জমি চাষের আওতায় আনার জন্য কাজ করতে উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষিখাতের সাফল্যের কথা উল্লেখ করে উপদেষ্টা তা অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট থাকার নির্দেশনা দেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, কৃষিখাতের অগ্রগতির মূল কৃতিত্ব কৃষকদের। কৃষকেরা উৎপাদন করে ভোগান্তিতে পড়ে, তারা ন্যায্য দাম পায় না। এ বিষয়টি খেয়াল রাখতে হবে। 

দুর্নীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কৃষিখাতে দুর্নীতি প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী  ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. তাজুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত