Ajker Patrika

বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সংস্কার স্থায়িত্ব পাবে না: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ । ছবি: বাসস
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ । ছবি: বাসস

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার না হলে কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না। আজ সোমবার দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘বিভিন্ন খাতে এখন সংস্কারের প্রশ্ন এসেছে। প্রস্তাব–সুপারিশ এসেছে। তবে কোনো ক্ষেত্রে কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না, যদি বিচার বিভাগের সংস্কার না ঘটে। আমি মনে করি, বিচার বিভাগের সংস্কারের কথাটি এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে।’

সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘জুলাই–আগস্টের অভ্যুত্থানের পরই আমার এই দায়িত্বভার নেওয়া। দায়িত্বভার নেওয়ার পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূরপ্রসারী সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। বলেছিলাম, এই অর্জনগুলো হওয়া উচিত, বহু দিন ধরে হয়নি। এখন সময় এসেছে সেটা হওয়ার। সেটার অনেকটা প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে, কিছুটা দুর্গম পথ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত