নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এ বছরের ঈদযাত্রায় গত ছয় বছরের তুলনায় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছর গত ৭ মে থেকে ২১ মে পর্যন্ত অর্থাৎ ১৫ দিন সময়কালকে ঈদযাত্রার সময় ধরা হয়েছে। যদিও আগের বছরগুলোতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের আগে এবং পরে মিলিয়ে ১৩ থেকে ১৪ দিনকে ঈদযাত্রার সময় হিসেবে ধরত । এ সময়ে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৩২৩ জন নিহত এবং ৬২২ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদে দূরপাল্লার বাস বন্ধ থাকায় অন্যান্য যানবাহনে ঢাকা ছেড়েছেন মানুষ। ফলে এবারও দুর্ঘটনা শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৪৪ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ১৯৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪৫.২৮ শতাংশ।
এ প্রতিবেদনের বিষয়ে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ছয় বছরের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে। তা ছাড়া গত বছরের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে। সড়কে নিরাপত্তার দায়িত্বরত প্রতিষ্ঠানগুলো কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে। মাত্র ৮ থেকে ১০ শতাংশ মানুষের যাতায়াতে এত বেশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। তাই সড়ক দুর্ঘটনা মহামারি হিসেবে চিহ্নিত করে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। না হলে সড়কে দুর্ঘটনা ভয়াবহ আকারে রূপ নেবে'।
সংগঠনটির হিসাবে, ২০১৬ সালে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১২১টি। এতে নিহত হয়েছিলেন ১৮৬ জন ও আহত হয়েছিলেন ৭৪৬ জন। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২০৫টি। এতে নিহত হয়েছিলেন ২৭৪ জন ও আহত হয়েছিলেন ৮৪৮ জন। ২০১৮ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২৭৭টি। এতে নিহত হয়েছিলেন ৩৩৯ জন ও আহত হয়েছিলেন ১২৬৫ জন। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২৩২টি। এতে নিহত হয়েছিলেন ২৭৩ জন ও আহত হয়েছিলেন ৮৪৯ জন। ২০২০ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১৪৯টি। এতে নিহত হয়েছিলেন ১৬৮ জন ও আহত হয়েছিলেন ২৮৩ জন।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে পরিবহন বিশেষজ্ঞ ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন , বাংলাদেশের সড়ক নির্মাণে অনেক টাকা খরচ হয়। কিন্তু বাস্তবে মানসম্মত সড়ক নির্মাণ করা হচ্ছে না। সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা সরকারের সংস্থা বিআরটিএ'র ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। একই সঙ্গে দক্ষ চালক তৈরিতে নেই কোণ উদ্যোগ। যে কাউকেই দিয়ে দেওয়া হয় গাড়ি চালানোর লাইসেন্স। ফলে সড়কে দুর্ঘটনা বাড়ছে।
সড়কে দুর্ঘটনা রোধ করার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন,' মহাসড়কে ছোট যানবাহন চালাচল বন্ধ করতে হবে। মহাসড়কে একাধিক লেন রাখতে হবে।
সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে বেপরোয়া মনোভাব দূর করতে হবে চালকদের। পাশাপাশি দুর্ঘটনা কমাতে হলে পথচারীদের রাস্তা পার হওয়ার ক্ষেত্রে আরও সচেতন করে তুলতে হবে'।
ঢাকা: এ বছরের ঈদযাত্রায় গত ছয় বছরের তুলনায় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, চলতি বছর গত ৭ মে থেকে ২১ মে পর্যন্ত অর্থাৎ ১৫ দিন সময়কালকে ঈদযাত্রার সময় ধরা হয়েছে। যদিও আগের বছরগুলোতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদের আগে এবং পরে মিলিয়ে ১৩ থেকে ১৪ দিনকে ঈদযাত্রার সময় হিসেবে ধরত । এ সময়ে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৩২৩ জন নিহত এবং ৬২২ জন আহত হয়েছেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের ঈদে দূরপাল্লার বাস বন্ধ থাকায় অন্যান্য যানবাহনে ঢাকা ছেড়েছেন মানুষ। ফলে এবারও দুর্ঘটনা শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৪৪ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত ও ১৯৯ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৪৫.২৮ শতাংশ।
এ প্রতিবেদনের বিষয়ে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ছয় বছরের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনা বেড়েছে। তা ছাড়া গত বছরের তুলনায় এবার ঈদে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে। সড়কে নিরাপত্তার দায়িত্বরত প্রতিষ্ঠানগুলো কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে। মাত্র ৮ থেকে ১০ শতাংশ মানুষের যাতায়াতে এত বেশি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। তাই সড়ক দুর্ঘটনা মহামারি হিসেবে চিহ্নিত করে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। না হলে সড়কে দুর্ঘটনা ভয়াবহ আকারে রূপ নেবে'।
সংগঠনটির হিসাবে, ২০১৬ সালে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১২১টি। এতে নিহত হয়েছিলেন ১৮৬ জন ও আহত হয়েছিলেন ৭৪৬ জন। ২০১৭ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২০৫টি। এতে নিহত হয়েছিলেন ২৭৪ জন ও আহত হয়েছিলেন ৮৪৮ জন। ২০১৮ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২৭৭টি। এতে নিহত হয়েছিলেন ৩৩৯ জন ও আহত হয়েছিলেন ১২৬৫ জন। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২৩২টি। এতে নিহত হয়েছিলেন ২৭৩ জন ও আহত হয়েছিলেন ৮৪৯ জন। ২০২০ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১৪৯টি। এতে নিহত হয়েছিলেন ১৬৮ জন ও আহত হয়েছিলেন ২৮৩ জন।
সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে পরিবহন বিশেষজ্ঞ ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন , বাংলাদেশের সড়ক নির্মাণে অনেক টাকা খরচ হয়। কিন্তু বাস্তবে মানসম্মত সড়ক নির্মাণ করা হচ্ছে না। সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা সরকারের সংস্থা বিআরটিএ'র ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। একই সঙ্গে দক্ষ চালক তৈরিতে নেই কোণ উদ্যোগ। যে কাউকেই দিয়ে দেওয়া হয় গাড়ি চালানোর লাইসেন্স। ফলে সড়কে দুর্ঘটনা বাড়ছে।
সড়কে দুর্ঘটনা রোধ করার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন,' মহাসড়কে ছোট যানবাহন চালাচল বন্ধ করতে হবে। মহাসড়কে একাধিক লেন রাখতে হবে।
সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে বেপরোয়া মনোভাব দূর করতে হবে চালকদের। পাশাপাশি দুর্ঘটনা কমাতে হলে পথচারীদের রাস্তা পার হওয়ার ক্ষেত্রে আরও সচেতন করে তুলতে হবে'।
সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রোববার রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেমাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১২ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৬ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৮ ঘণ্টা আগে