নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অপরিকল্পিত ও কেন্দ্রীভূত শিল্পায়নের মূল্য দিচ্ছে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শুধু ঢাকা শহরেই উৎপাদিত বিদ্যুতের ৪৬ শতাংশ ব্যবহার হয়। আর এ কারণে বিদ্যুতের সরবরাহ খরচ বাড়ছে।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য মতে, শিল্পকারখানা ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে দুই-তিন শ কিলোমিটার দূরের বিদ্যুৎকেন্দ্র থেকে এখানে বিদ্যুৎ টেনে আনতে হচ্ছে। এতে খরচ বাড়ছে। তাঁর মতে, বিদ্যুতের ব্যবহার সুষম করতে হলে দেশের অন্য বড় শহরগুলোতে নির্দিষ্ট স্থানে দ্রুত শিল্পায়ন করা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে শিল্প-কারখানা স্থাপিত হলে বিদ্যুতের অপচয়ও কমে আসবে।
আজ শনিবার এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার–এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন। প্রবন্ধে প্রাথমিক জ্বালানির সহজলভ্যতা, নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ, জমির প্রাপ্যতা, গ্রিডের বাইরের এলাকায় বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নকে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়।
এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহই টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিল্পের প্রবৃদ্ধি বাড়ানোর জন্যই বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে গ্যাস বা বিদ্যুৎ আমদানিতে খরচ কীভাবে কমিয়ে আনা যায় সেদিকে নজর দেওয়া হবে।
সবক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান।
জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, ‘আমাদের ৫৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গ্যাস দিয়ে। যেকোনো সময় গ্যাসের উৎপাদনে সমস্যা হতে পারে। এমনকি এলএনজির জাহাজ ঝড়ের কারণে কিংবা অন্য কোনো কারণে মাঝপথে যদি আটকে যায়, তখন কী হবে? এসব বিষয় মাথায় রেখে আমাদের জ্বালানি মিশ্রণের পরিকল্পনা সাজাতে হবে।’
দেশের সর্বত্র বিদ্যুতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্পে ক্যাপটিভের ব্যবহারের কারণ খুঁজে সমাধান করার পরামর্শ দেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি আবুল কাশেম খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক খন্দকার সালেক সুফী।
ঢাকা: অপরিকল্পিত ও কেন্দ্রীভূত শিল্পায়নের মূল্য দিচ্ছে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শুধু ঢাকা শহরেই উৎপাদিত বিদ্যুতের ৪৬ শতাংশ ব্যবহার হয়। আর এ কারণে বিদ্যুতের সরবরাহ খরচ বাড়ছে।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য মতে, শিল্পকারখানা ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে দুই-তিন শ কিলোমিটার দূরের বিদ্যুৎকেন্দ্র থেকে এখানে বিদ্যুৎ টেনে আনতে হচ্ছে। এতে খরচ বাড়ছে। তাঁর মতে, বিদ্যুতের ব্যবহার সুষম করতে হলে দেশের অন্য বড় শহরগুলোতে নির্দিষ্ট স্থানে দ্রুত শিল্পায়ন করা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে শিল্প-কারখানা স্থাপিত হলে বিদ্যুতের অপচয়ও কমে আসবে।
আজ শনিবার এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার–এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন। প্রবন্ধে প্রাথমিক জ্বালানির সহজলভ্যতা, নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ, জমির প্রাপ্যতা, গ্রিডের বাইরের এলাকায় বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নকে টেকসই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়।
এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহই টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, শিল্পের প্রবৃদ্ধি বাড়ানোর জন্যই বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে গ্যাস বা বিদ্যুৎ আমদানিতে খরচ কীভাবে কমিয়ে আনা যায় সেদিকে নজর দেওয়া হবে।
সবক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খান।
জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, ‘আমাদের ৫৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে গ্যাস দিয়ে। যেকোনো সময় গ্যাসের উৎপাদনে সমস্যা হতে পারে। এমনকি এলএনজির জাহাজ ঝড়ের কারণে কিংবা অন্য কোনো কারণে মাঝপথে যদি আটকে যায়, তখন কী হবে? এসব বিষয় মাথায় রেখে আমাদের জ্বালানি মিশ্রণের পরিকল্পনা সাজাতে হবে।’
দেশের সর্বত্র বিদ্যুতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্পে ক্যাপটিভের ব্যবহারের কারণ খুঁজে সমাধান করার পরামর্শ দেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি আবুল কাশেম খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ এবং পেট্রোবাংলার সাবেক পরিচালক খন্দকার সালেক সুফী।
বাণিজ্য-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্ট এ বিষয়ে প্রস্তাব ও আইনের খসড়া পাঠানোর পর আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বাণিজ্যিক আদালত গঠন করে আইন মন্ত্রণালয় শিগগির প্রজ্ঞাপন জারি করবে।
৭ ঘণ্টা আগেচূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ-২০২৫। এখন সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করাটাই শুধু বাকি। কিন্তু এই পর্যায়ে এসে শেষ সময়ের কাজটুকু সমাধা হওয়া নিয়েই দেখা দেয় গুরুতর সংকট। সংকট সমাধানের উপায় খুঁজতে গতকাল বুধবার দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের...
৭ ঘণ্টা আগেপশ্চিমাঞ্চল রেলওয়ে অফিস ৫০টি ভিআইপি পর্দা কিনতে ৪৪ লাখ ৪১ হাজার ৩০০ টাকা খরচ দেখিয়েছে। সেই হিসাবে একটি পর্দার দাম পড়েছে ৮৮ হাজার ৮২৬ টাকা। শুধু তাই নয়, বাজারে একটি তালার দাম ১৭৩ টাকা; অথচ সেটি কেনা হয়েছে ৫ হাজার ৫৯০ টাকায়। তেমনি ২৬০ টাকার বালতি ১ হাজার ৮৯০ এবং ৯৮ টাকার ঝাড়ু ১ হাজার ৪৪০ টাকায়...
৮ ঘণ্টা আগেবিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাময়িক বরখাস্ত করা উপমহাব্যবস্থাপক (আইনবিষয়ক) মো. আল মাসুদ খানের বিরুদ্ধে অনুমতি ছাড়া অফিসে প্রবেশ ও গুরুত্বপূর্ণ নথি সরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মকর্তাকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে