Ajker Patrika

মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৩: ১৬
মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

বান্দরবানের তমব্রু সীমান্তে মিয়ানমারের মাইন ও মর্টারশেল বিস্ফোরণে হতাহতের ঘটনায় আজ রোববার কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং চয়ে মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমূল হুদা বাংলাদেশের প্রতিবাদের কথা মিয়ানমার প্রতিনিধিকে জানান।

গত শুক্রবার সীমান্তে মাইন ও মর্টারশেল বিস্ফোরণে একজন নিহত ও সাতজন আহত হয়।

মিয়ানমার থেকে গত এক মাসে বাংলাদেশের ভেতরে তিন দফা মর্টার এসে পড়ার প্রতিটি ঘটনায় সে দেশের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত