Ajker Patrika

ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

বর্তমানে যুক্তরাষ্ট্রে কর্মরত কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের দায়িত্ব পালন করছেন তিনি।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়রে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৮ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ফয়জুননেসা কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ–স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছেন।

সাদিয়া ফয়জুননেসা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত