Ajker Patrika

ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ভাঙচুর ও লুটপাটে জড়িত অভিযোগে ৫৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামলার পর আজ মঙ্গলবার বন্ধ রয়েছে নগরীর ডাল মিল মোড়ের কেএফসি ও ডমিনোস পিৎজার দোকান। ছবি: আজকের পত্রিকা
হামলার পর আজ মঙ্গলবার বন্ধ রয়েছে নগরীর ডাল মিল মোড়ের কেএফসি ও ডমিনোস পিৎজার দোকান। ছবি: আজকের পত্রিকা

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় জড়িত অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে খুলনায় ৩১, সিলেটে ১৮ এবং গাজীপুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

ফিলিস্তিনের গাজায় গণহত্যার জন্য গত সোমবার ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলার সময় সিলেট, খুলনা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি শহরে আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমলপানীয় কোকা-কোলা, সেভেনআপ, কেএফসিসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার পর ভাঙচুরে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলম বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং দ্রুত গ্রেপ্তার করা হবে।’

ইসরায়েলি মালিকানাধীন প্রতিষ্ঠান ও ইসরায়েলি পণ্য বিক্রি করা হচ্ছে এই অভিযোগ তুলে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের সুযোগে ব্যাপক লুটপাটও করা হয়। বিশেষ করে জুতা কোম্পানি বাটার শোরুমগুলো থেকে লুটপাটের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে। নেটিজেনরা লুটপাটের ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যার ঘটনার প্রতিবাদ কর্মসূচি থেকে যারা লুটপাটের মতো কার্যকলাপ করেছে, তারা দুর্বৃত্ত। এটি ইসলাম বা মুসলমানদের কাজ হতে পারে না।

খুলনায় ভাঙচুর হওয়া তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। তবে ডমিনোস পিৎজা কোম্পানি থানায় সাধারণ ডায়েরি করেছে। আরও হামলার আশঙ্কায় গতকাল খুলনায় বাটা কোম্পানির ৬টি শোরুমের সব কটিই বন্ধ রাখা হয়। এসব প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশি পাহারা বসানো হয়েছে। কোনো মামলা না হওয়ায় আটক ৩১ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনার শিববাড়ী মোড়ে বাটা শোরুম, ডাল মিল মোড়ে কেএফসি এবং ডমিনোস পিৎজা হাউসে ভাঙচুর করা হয়। বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রাথমিক হিসাবে ১ কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শোরুমটির ব্যবস্থাপক তাহিদুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় একদল লোক সেখানে হামলা চালায়। তারা ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের জুতা-স্যান্ডেল লুটপাট বা ক্ষতিগ্রস্ত করে। এ ছাড়া শোরুমের সাজসজ্জা ভাঙচুর করে এবং ক্যাশ থেকে ৮৫ হাজার টাকা লুট করে।

সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে লুটপাটে জড়িত থাকার সন্দেহে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের রয়েল হোটেল কর্তৃপক্ষের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় এসএমপির উপকমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, সোমবার সন্ধ্যারাত থেকে গতকাল বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ভাঙচুর-লুটপাটে জড়িত ১৮ যুবককে আটক করা হয়েছে। লুটপাটকারীদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় মোড়, এসএস খালেদ রোড, কাজীর দেউড়ি, লালখান বাজার ও জিইসি মোড়েও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাটাসহ বিভিন্ন বিদেশি কোম্পানির ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা দেওয়া হবে। গতকাল দুপুরে সচিবালয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও তাঁদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুরো দেশের নিরাপত্তা দেওয়া। যেখানে ঘটনা ঘটেছে, সেখানেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। যেটা ঘটে গেছে এবং যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এর সঙ্গে যারা জড়িত ইতিমধ্যে ৪৯ জনকে (তখন পর্যন্ত) গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব।’

বাটা কোম্পানির বিবৃতি

বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটকারীরা এটি ইসরায়েলি কোম্পানি বলে দাবি করে হামলা চালায়। এ বিষয়ে বাটা কোম্পানি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয় এবং চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সঙ্গে তাদের কোনো রাজনৈতিক সংযোগ নেই। বাটা একটি ব্যক্তিমালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী বিস্তৃত এ কোম্পানির সূচনা হয়েছিল চেক প্রজাতন্ত্রে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত