Ajker Patrika

‘জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে সবকিছু করবে সরকার’

আজকের পত্রিকা ডেস্ক­
নিটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত
নিটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে সব চিকিৎসা নিশ্চিত করা হবে। শুধু চিকিৎসাই নয়, চিকিৎসার পরে তাদের পুনর্বাসনে যা যা করা প্রয়োজন তা সরকার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটর হাসপাতাল) ভর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন মুরশিদ শতাধিক রোগীকে ঘুরে ঘুরে দেখেন। তাদের কথা শোনেন এবং সমবেদনা জানান। তিনি আহতদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং করারও নির্দেশ দেন।

এ সময় উপদেষ্টা বলেন, ‘ইতিমধ্যে সে উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে একটি করে ফরম দেওয়া হচ্ছে। ফরমটি পূরণ করে সংশ্লিষ্টদের কাছে জমা দিলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত