Ajker Patrika

করোনায় বেড়েছে মৃত্যু, শনাক্ত কমেছে 

নিজস্ব প্রতিবেদক
করোনায় বেড়েছে মৃত্যু, শনাক্ত কমেছে 

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল এই সংখ্যা ছিল ৩১ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫৪৯ জনে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। গতকাল ছিল ১ হাজার ৩৫৮ জন।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৮৭ জন কোভিড রোগী। এ নিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন কোভিড রোগী সেরে উঠেছেন।

এ ছাড়া আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫০২টি সক্রিয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৯১, যা গতকাল ছিল ৯ দশমিক ৩০। আর শুরু থেকে বর্তমান পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...