Ajker Patrika

করোনায় আরও ৭ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনায় আরও ৭ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৬ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে গতকাল ৩ জনের মৃত্যু এবং ২২৯ জন রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

নতুন ২৫৬ জনসহ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন। 

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট, র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৩টি সক্রিয় ল্যাবে ১৯ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ। যেখানে গতকাল ২০ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের পাঁচজন পুরুষ ও দুজন মহিলা। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন তিনজন। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে একজন করে মারা গেছেন। আর চারজন মারা গেছেন সরকারি হাসপাতালে, বাকি তিনজন বেসরকারিতে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিমসটেকে যা বললেন প্রধান উপদেষ্টা

সাবেক মেয়রের ভাইয়ের রগ কাটল দুর্বৃত্তরা

ব্যাংককে মোদি-ইউনূস বৈঠক: শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত