Ajker Patrika

১৪ দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৫, ২০: ০৫
১৪ দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে নোটিশ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক সব রাজনৈতিক দলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের বাসিন্দা হোসাইন মো. আনোয়ারের পক্ষে তাঁর আইনজীবী সালাহ উদ্দিন রিগান আজ রোববার (১৮ মে) এ নোটিশ পাঠান। হোসাইন মো. আনোয়ার নিজেকে জাতীয় নাগরিক পার্টির কর্মী উল্লেখ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার, আইনসচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে এ নোটিশ পাঠানো হয়।

হোসাইন মো. আনোয়ার বলেন, ১৪-দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ১৪-দলীয় জোটের বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ ছাড়া ১৪-দলীয় জোটের বাকি শরিকেরা হলো—জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ-আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট কেন্দ্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত