Ajker Patrika

১২২ বছরের ইতিহাসে সিলেট-সুনামগঞ্জে এমন পরিস্থিতি হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ১৯ জুন ২০২২, ১৯: ০১
১২২ বছরের ইতিহাসে সিলেট-সুনামগঞ্জে এমন পরিস্থিতি হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এনামুর রহমান জানান, এ পর্যন্ত বন্যায় দুজনের প্রাণহানি ঘটেছে। সিলেটের ৬০ শতাংশ এবং সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। ৪০ লাখ মানুষ পানিবন্দী আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেনাবাহিনী, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

মন্ত্রী জানান, সেনাবাহিনীর ৩২টি, নৌবাহিনীর ১২টি, ফায়ার সার্ভিসের ৮টিসহ মোট ৫২টি বোট উদ্ধার অভিযান চালাচ্ছে। সুনামগঞ্জে ৭৫ হাজার এবং সিলেটের ৩০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সিলেটে বেড়াতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২১ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনীর তিনটি বোট।

এনামুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুনামগঞ্জে অবনতি হয়েছে। আগামীকাল সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত থাকবে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, নতুন করে নীলফামারী, নেত্রকোনা, রংপুর, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, মৌলভীবাজার, হবিগঞ্জসহ আরও ১২টি জেলা বন্যাকবলিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত