নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে করোনা মহামারির মধ্যেও যাত্রীবাহী ট্রেনসহ মোট ১৯ জোড়া ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৯ জোড়া আন্তনগর এবং ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করা হবে। আগামীকাল বুধবার থেকে এসব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ট্রাফিক ট্রান্সপোর্ট শাখা। গত রোববার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ট্র্যাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মোছা. রাশিদা সুলতানা গণি আজকের পত্রিকাকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে একসঙ্গে সব ট্রেন চালু না করে পর্যায়ক্রমে সব যাত্রীবাহী ট্রেন চালু করা হচ্ছে। তা ছাড়া অনেক জেলায় বর্তমানে করোনা বেড়েছে। ফলে সে বিষয়টি মাথায় রেখে ট্রেন চালু করতে হচ্ছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে কোনো ট্রেন পরিচালনা করছি না।
কাল থেকে যেসব আন্তনগর ট্রেনগুলো চলবে, অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা–উপবন এক্সপ্রেস, পাহাড়িকা–উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।
মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেনগুলো হলো, ঢাকা–চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ি এক্সপ্রেস, বগুড়া কমিউটার, বিরল কমিউটার, কলেজ ট্রেন।
ট্রেন পরিচালনা জন্য সেসব নির্দেশনা দিয়েছে রেলওয়ে, প্রতিটি ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হচ্ছে। সকল অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে ক্রয় করতে পারবেন। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার হতে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে প্রবেশ ও বাহিরের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে। ️ বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। ️ অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
এর আগে সারা দেশে ২৮ জোড়া আন্তনগর ট্রেন এবং ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা হচ্ছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে।
ঢাকা: জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে করোনা মহামারির মধ্যেও যাত্রীবাহী ট্রেনসহ মোট ১৯ জোড়া ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৯ জোড়া আন্তনগর এবং ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করা হবে। আগামীকাল বুধবার থেকে এসব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ট্রাফিক ট্রান্সপোর্ট শাখা। গত রোববার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ট্র্যাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মোছা. রাশিদা সুলতানা গণি আজকের পত্রিকাকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে একসঙ্গে সব ট্রেন চালু না করে পর্যায়ক্রমে সব যাত্রীবাহী ট্রেন চালু করা হচ্ছে। তা ছাড়া অনেক জেলায় বর্তমানে করোনা বেড়েছে। ফলে সে বিষয়টি মাথায় রেখে ট্রেন চালু করতে হচ্ছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে কোনো ট্রেন পরিচালনা করছি না।
কাল থেকে যেসব আন্তনগর ট্রেনগুলো চলবে, অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা–উপবন এক্সপ্রেস, পাহাড়িকা–উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।
মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেনগুলো হলো, ঢাকা–চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ি এক্সপ্রেস, বগুড়া কমিউটার, বিরল কমিউটার, কলেজ ট্রেন।
ট্রেন পরিচালনা জন্য সেসব নির্দেশনা দিয়েছে রেলওয়ে, প্রতিটি ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হচ্ছে। সকল অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে ক্রয় করতে পারবেন। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার হতে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে প্রবেশ ও বাহিরের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে। ️ বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। ️ অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
এর আগে সারা দেশে ২৮ জোড়া আন্তনগর ট্রেন এবং ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা হচ্ছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি করার মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। গত ৩১ জুলাই এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে আজ বুধবার জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, ‘এটি আমরা যাচাই–বাছাই করছি।’
৮ মিনিট আগেভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে আজ বুধবার সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালককে আহ্বায়ক ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালককে (সঠিকতা যাচাইকরণ)
৩৩ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, ৮টি হত্যা মামলার মধ্যে ৩টি মামলা শেরপুর, ১টি ফেনী, ১টি চাঁদপুর, ১টি কুমিল্লা, ১টি কুড়িগ্রাম জেলার এবং ১টি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।
২ ঘণ্টা আগে২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
২ ঘণ্টা আগে