Ajker Patrika

কাল থেকে চালু হচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক
কাল থেকে চালু হচ্ছে আরও ১৯ জোড়া ট্রেন

ঢাকা: জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে করোনা মহামারির মধ্যেও যাত্রীবাহী ট্রেনসহ মোট ১৯ জোড়া ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৯ জোড়া আন্তনগর এবং ১০ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালু করা হবে। আগামীকাল বুধবার থেকে এসব ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে ট্রাফিক ট্রান্সপোর্ট শাখা। গত রোববার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ট্র্যাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ে যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মোছা. রাশিদা সুলতানা গণি আজকের পত্রিকাকে বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে একসঙ্গে সব ট্রেন চালু না করে পর্যায়ক্রমে সব যাত্রীবাহী ট্রেন চালু করা হচ্ছে। তা ছাড়া অনেক জেলায় বর্তমানে করোনা বেড়েছে। ফলে সে বিষয়টি মাথায় রেখে ট্রেন চালু করতে হচ্ছে। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে কোনো ট্রেন পরিচালনা করছি না।

কাল থেকে যেসব আন্তনগর ট্রেনগুলো চলবে, অগ্নিবীণা এক্সপ্রেস, জয়ন্তিকা–উপবন এক্সপ্রেস, পাহাড়িকা–উদয়ন এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।

মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেনগুলো হলো, ঢাকা–চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ি এক্সপ্রেস, বগুড়া কমিউটার, বিরল কমিউটার, কলেজ ট্রেন।

ট্রেন পরিচালনা জন্য সেসব নির্দেশনা দিয়েছে রেলওয়ে, প্রতিটি ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হচ্ছে। সকল অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে ক্রয় করতে পারবেন। কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার হতে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে প্রবেশ ও বাহিরের জন্য ভিন্ন ভিন্ন দরজা ব্যবহার করতে হবে। ️ বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। ️ অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

এর আগে সারা দেশে ২৮ জোড়া আন্তনগর ট্রেন এবং ৯টি মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা হচ্ছে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত