Ajker Patrika

বিদায়ী সংবর্ধনা নিতে যাননি ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২২: ৩৯
বিদায়ী সংবর্ধনা নিতে যাননি ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলা বিচারপতি

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’—রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের মন্তব্যটি বেশ আলোচিত হয়েছিল। সেই আলোচিত মন্তব্য করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ আজ রোববার বিদায়ী সংবর্ধনা নিতে যাননি হাইকোর্টে।

প্রথা অনুযায়ী শেষ কর্মদিবসে এজলাস কক্ষে বিচারপতিদের সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে সংবর্ধনা দেওয়া হয়। তবে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোনো ধরনের সংবর্ধনা না নেওয়ার কথা।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি রোববার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। যার কারণে আদালতে আসতে পারেননি। আর কোনো সংবর্ধনা নেবেন না বলে আগেই জানিয়েছিলেন।’ 

এর আগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে ১০ অক্টোবর জামিন দেন বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ। একই সঙ্গে তাঁদের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। ওই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তখন শুনানির একপর্যায়ে হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ 

পরে বিচারপতির ওই মন্তব্যে তাঁর শপথ ভঙ্গ হয়েছে বলে সাংবাদিকদের বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির কাছে অভিযোগও করেন তিনি। পরবর্তীকালে বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে ডেকে সতর্ক করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ওই সময় প্রধান বিচারপতির খাস কামরায় আপিল বিভাগের অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত