Ajker Patrika

বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ মানচিত্রের যে ব্যাখ্যা দিল দিল্লি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯: ৫৮
Thumbnail image

ভারত সরকার নবনির্মিত সংসদ ভবনে একটি মানচিত্র স্থাপন করেছে। এই মানচিত্রে বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশকে ‘অখণ্ড ভারতের’ অংশ হিসেবে দেখানো হয়েছে। এ নিয়ে আপত্তি জানিয়েছে পাকিস্তান, নেপালসহ আরও কয়েকটি দেশ। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকাও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাব দিয়েছে। 

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি একটি ম্যুরাল। এতে সম্রাট অশোকের রাজত্বের আওতাধীন এলাকা বোঝানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ‘অখণ্ড ভারত’ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম দিল্লি থেকে এই জবাব পাওয়ার কথা জানান। 

ভারত সরকারের দেওয়া ব্যাখ্যা উদ্ধৃত করে রফিকুল আলম বলেন, ‘আমাদের জানানো হয়েছে, ম্যুরালটিতে অশোকের সাম্রাজ্য খচিত হয়েছে, যা সংবাদমাধ্যমে “অখণ্ড ভারত” হিসেবে প্রচার করা হয়েছে।’ 

ম্যুরাল স্থাপনের মূল ভাবনা ছিল প্রাচীন ভারত, এমন তথ্য দিয়ে ভারত সরকার জানিয়েছে, ‘সম্রাট অশোকের রাজত্ব ফুটিয়ে তুলতে তাঁর রাজ্যের ব্যাপ্তি, সমসাময়িক কালে সংগঠিত জবাবদিহিমূলক এবং উন্নয়ন ব্যবস্থার প্রতীক হিসেবে এটি স্থাপন করা হয়েছে।’ 

‘অখণ্ড ভারত’ ম্যুরালে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত