নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার সংক্রমণ কমায় দেড় বছরেরও বেশি সময় পর বিদেশিদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) চালু করেছে সরকার। কোভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৫ মার্চ থেকে এ ভিসা দেওয়া বন্ধ ছিল।
এখন থেকে চারটি শ্রেণিতে যথাক্রমে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক ও তাঁদের স্বামী, স্ত্রী ও সন্তান; কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক; বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা, সেমিনার, কনফারেন্স বা অন্য কোনো ইভেন্টে অংশ নিতে আসা বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে ১ ডিসেম্বর এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম দফায় বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। করোনার সংক্রমণ বেড়ে গেলে গত বছরের ১৬ জুন থেকে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছিল।
চার শ্রেণির মানুষের বাইরেও প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষা সেবা বিভাগের অনুমোদন নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে আসা যাত্রীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে।
করোনার সংক্রমণ কমায় দেড় বছরেরও বেশি সময় পর বিদেশিদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) চালু করেছে সরকার। কোভিড-১৯-এর সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৫ মার্চ থেকে এ ভিসা দেওয়া বন্ধ ছিল।
এখন থেকে চারটি শ্রেণিতে যথাক্রমে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক ও তাঁদের স্বামী, স্ত্রী ও সন্তান; কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী বিদেশি নাগরিক; বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী এবং বাংলাদেশ সরকারের আমন্ত্রণে কোনো সরকারি সভা, সেমিনার, কনফারেন্স বা অন্য কোনো ইভেন্টে অংশ নিতে আসা বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যাবে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে ১ ডিসেম্বর এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ২০২০ সালের ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম দফায় বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়। করোনার সংক্রমণ বেড়ে গেলে গত বছরের ১৬ জুন থেকে বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য অনির্দিষ্টকালের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছিল।
চার শ্রেণির মানুষের বাইরেও প্রয়োজনবোধে বিশেষ বিবেচনায় সুরক্ষা সেবা বিভাগের অনুমোদন নিয়ে নির্দিষ্ট কোনো ভ্রমণকারীকে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।
অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশে আসা যাত্রীদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত কোভিড-১৯ প্রটোকল অনুসরণ করতে হবে।
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগেকোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক এমপি শাজাহান খান, তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণীর নোটিশ
১০ ঘণ্টা আগেভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ায় দাফন করা হয়েছে। এসব মৃতদেহের অবয়ব দেখে রেড ক্রিসেন্টসহ লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, নিহতরা বাংলাদেশের নাগরিক। এদিকে নৌকাডুবির ঘটনায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
১০ ঘণ্টা আগেইতালিতে পাঠানোর নাম করে নিরীহ চাকরিপ্রার্থীদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায় করছে ভয়ঙ্কর নিষ্ঠুর মাফিয়া চক্র। সম্প্রতি ইতালিসহ বিশ্বের কয়েকটি গন্তব্যে যেতে আগ্রহী কর্মীদের প্রতারণার ফাঁদে ফেলার প্রবণতা বেড়েছে। মানব পাচারকারীদের কবলে পড়ে নৌকাডুবিতে মৃত্যু ছাড়াও নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে অনেকে।
১১ ঘণ্টা আগে