নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক মন্ত্রী ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ১৪ জানুয়ারি থেকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধাদি দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীকে মনোনীত করে আওয়ামী লীগ। সে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।
গত ১৪ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে স্বীকৃতি দেন।
নিয়ম অনুযায়ী, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তাঁর মতামত স্পিকারকে জানান। স্পিকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হয়।
বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক মন্ত্রী ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ১৪ জানুয়ারি থেকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধাদি দেওয়ার নির্দেশনা দিয়েছেন।
আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ১২ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীকে মনোনীত করে আওয়ামী লীগ। সে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে সমর্থন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।
গত ১৪ জানুয়ারি জাতীয় সংসদের স্পিকার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে স্বীকৃতি দেন।
নিয়ম অনুযায়ী, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটের প্রয়োজন হয় না। সংসদ নেতা তাঁর মতামত স্পিকারকে জানান। স্পিকার রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠান এবং বাকি প্রক্রিয়া সম্পন্ন করেন। এ পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হয়।
অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বাড়াতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টার সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্
১ ঘণ্টা আগেন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের ১৮ কোটি টাকার জমি, বাড়ি ও ফ্ল্যাট ক্রোক এবং ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিন
২ ঘণ্টা আগেবিসিএসের ভাইভার নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ করার চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসির সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
২ ঘণ্টা আগেমন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীনকে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ফোনে হুমকি ও ছেলেকে অপহরণের ভয় দেখানো হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি হয়েছে। পুলিশ অপরাধী শনাক্তে কাজ করছে।
৩ ঘণ্টা আগে