কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রবাসী শ্রমিকদের কোভিড টিকার নিবন্ধন শুরু করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিবরাসহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সাত কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ফাইজার বাদে অন্যান্য টিকা সহজলভ্যতার ওপর নির্ভর করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী শ্রমিকেরা টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী শ্রমিকের মোবাইলে নির্ধারিত তারিখ ও টিকা কেন্দ্রের নাম আসবে। সেই অনুযায়ী প্রবাসী শ্রমিকরা টিকা নিতে পারবেন।
এতে জানানো হয়, সুরক্ষা অ্যাপে প্রবাসী শ্রমিক হিসাবে নিবন্ধন করতে হলে, অবশ্যই তাঁর বিএমইটির নিবন্ধন থাকতে হবে। আর যারা নতুন প্রবাসী শ্রমিক হিসেবে যেতে ইচ্ছুক তাঁদের আগে বিএমইটির নিবন্ধন করে পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
কত জন প্রবাসী শ্রমিককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে-জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের যথেষ্ট টিকা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের টিকা সরবরাহের সক্ষমতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের টিকা এক কেন্দ্রে দিনে ২০০ জন প্রবাসী শ্রমিককে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে সাত কেন্দ্রে দিনে ১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত ২০ হাজার প্রবাসী শ্রমিক টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
প্রবাসী শ্রমিকদের কোভিড টিকার নিবন্ধন শুরু করা হয়েছে। আজ সোমবার সংবাদ সম্মেলনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
প্রবাসী শ্রমিকদের টিকা নিবন্ধন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিবরাসহ বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার সাত কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। ফাইজার বাদে অন্যান্য টিকা সহজলভ্যতার ওপর নির্ভর করে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে প্রবাসী শ্রমিকেরা টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর প্রবাসী শ্রমিকের মোবাইলে নির্ধারিত তারিখ ও টিকা কেন্দ্রের নাম আসবে। সেই অনুযায়ী প্রবাসী শ্রমিকরা টিকা নিতে পারবেন।
এতে জানানো হয়, সুরক্ষা অ্যাপে প্রবাসী শ্রমিক হিসাবে নিবন্ধন করতে হলে, অবশ্যই তাঁর বিএমইটির নিবন্ধন থাকতে হবে। আর যারা নতুন প্রবাসী শ্রমিক হিসেবে যেতে ইচ্ছুক তাঁদের আগে বিএমইটির নিবন্ধন করে পরবর্তীতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।
কত জন প্রবাসী শ্রমিককে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে-জানতে চাইলে সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের যথেষ্ট টিকা রয়েছে। চাহিদা অনুযায়ী প্রবাসী শ্রমিকদের টিকা সরবরাহের সক্ষমতা রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফাইজারের টিকা এক কেন্দ্রে দিনে ২০০ জন প্রবাসী শ্রমিককে দেওয়া সম্ভব হবে। সে হিসেবে সাত কেন্দ্রে দিনে ১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া সম্ভব। এখন পর্যন্ত ২০ হাজার প্রবাসী শ্রমিক টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রোববার রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেমাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১২ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৬ ঘণ্টা আগেবিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকারের জন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন
১৮ ঘণ্টা আগে