ঢাবি প্রতিনিধি
লেখাপড়া রেখে মোবাইলে মনোনিবেশ জাতির জন্য এলার্মিং। এ জন্য রাত ১২টার পর ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত বলে মত দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুআ) ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং। আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘কানেকটিভিটি বা টেকনোলজি প্রয়োজন। কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা দরকার।...এই সমস্ত যন্ত্রের মাধ্যমে কীভাবে মিথ্যাচার, অপপ্রচার চলে। এগুলো যদি নিয়ন্ত্রণ না থাকে, এ দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে।’
বিদেশের বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জানান মন্ত্রী।
ডুআর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মো. আবু কাউসারের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন—বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ডুআ’র সাবেক সভাপতি মঞ্জুরে এলাহী প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উপাচার্য বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অ্যালামনাইরা এবং শিক্ষক গবেষক বিশ্ববিদ্যালয়ের মৌলিক ও প্রায়োগিক গবেষণাসহ উদ্ভাবন ও উদ্যোক্তামুখী নানারকম কর্মপ্রয়াস গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা রাখি।’ বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সাংসদ আরমা দত্ত, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের সাবেক শিক্ষার্থীরা।
ইভান শাহরিয়ার সোপানের নেতৃত্বে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি। সন্ধ্যায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
লেখাপড়া রেখে মোবাইলে মনোনিবেশ জাতির জন্য এলার্মিং। এ জন্য রাত ১২টার পর ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত বলে মত দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুআ) ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং। আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘কানেকটিভিটি বা টেকনোলজি প্রয়োজন। কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা দরকার।...এই সমস্ত যন্ত্রের মাধ্যমে কীভাবে মিথ্যাচার, অপপ্রচার চলে। এগুলো যদি নিয়ন্ত্রণ না থাকে, এ দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে।’
বিদেশের বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি ধন্যবাদ জানান মন্ত্রী।
ডুআর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মো. আবু কাউসারের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন—বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ডুআ’র সাবেক সভাপতি মঞ্জুরে এলাহী প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উপাচার্য বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, অ্যালামনাইরা এবং শিক্ষক গবেষক বিশ্ববিদ্যালয়ের মৌলিক ও প্রায়োগিক গবেষণাসহ উদ্ভাবন ও উদ্যোক্তামুখী নানারকম কর্মপ্রয়াস গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা রাখি।’ বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষার মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে যথাযথ অবদান রাখার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, সাংসদ আরমা দত্ত, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের সাবেক শিক্ষার্থীরা।
ইভান শাহরিয়ার সোপানের নেতৃত্বে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি। সন্ধ্যায় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
এজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
১৩ মিনিট আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
২৯ মিনিট আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
২ ঘণ্টা আগেনিট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আসন্ন নির্বাচনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থী হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার বিকেলে যাচাই-বাছাই শেষে রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন
৩ ঘণ্টা আগে