Ajker Patrika

২৪ ঘণ্টায় ৭৭ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৪ ঘণ্টায় ৭৭ ডেঙ্গু রোগী শনাক্ত

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। চলতি মাসের তিন দিনে গড়ে ৭৬ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। আগেরদিন শনাক্ত হয়েছিলেন ৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৭৭ জন। এদের মধ্যে ঢাকায় ৫৯ জন এবং বাইরে ঢাকার ১৮ জন। আগেরদিন শনাক্ত হয়েছিলেন ৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ৫১ জন এবং বাইরে ছিল ১৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৩৩ জন। আগেরদিন ছিল ৩২২ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫৮ জন। বাইরে ৭৫ জন। আগেরদিন ঢাকায় ২৪৬ জন এবং বাইরে ছিল ৭৬।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার (৩ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৮৮৯ জন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন দুই হাজার ৫৪৪ জন। ঢাকায় ভর্তি হয়েছেন দুই হাজার ৪২০ জন। ছাড়পত্র নিয়েছেন দুই হাজার ১৫৮ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ৪৬৯ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩৮৬ জন। এ সময় মৃত্যু হয়েছে ১২ জনের। এদের মধ্যে জুলাইতে ৯ জন এবং জুনে ছিল একজনের এবং গত মঙ্গলবার দুজন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ৩১ দিনে দুই হাজার ৬৬৫ জন এবং চলতি মাসের প্রথম তিন দিনে ২২৯ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। 

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে। গত তিন দিনে ধরে দিনে গড়ে ৭৬ জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে চলতি মাস ও আগামী সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত