Ajker Patrika

গর্ভবতীরা এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গর্ভবতীরা এসএমএস ছাড়াই টিকা নিতে পারবেন

গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের টিকা গ্রহণের জটিলতা কিছুটা কেটেছে। তাঁরা এখন নিবন্ধন করার পর এসএমএস না পেলেও টিকা নিতে পারবেন। সঙ্গে শুধু টিকা কার্ড ও চিকিৎসকের প্রেসক্রিপশন থাকতে হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে তিনি এ তথ্য জানান। 

ডা. শামসুল হক বলেন, নিবন্ধন করলেও এসএমএস ছাড়াই টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েরা। গর্ভবতী নারীর ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শপত্র সঙ্গে আনতে হবে। 

তিনি বলেন, জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধীরা সমাজ কল্যাণ অধিদপ্তরের দেওয়া সুবর্ণ কার্ড দিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে। 

আগামী ৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের গণ টিকার ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে শামসুল হক বলেন, প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। সঙ্গে করে ভ্যাকসিন কার্ড নিয়ে আসতে হবে। এরই মধ্যে প্রতিটি জেলা ও উপজেলায় পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদানও চলবে। 

মজুত বৃদ্ধিতে নতুন করে গণ টিকা শুরু হবে কি-না জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, যে টিকা আছে আমরা আগে দ্বিতীয় ডোজ দিয়ে নিই। সামনে টিকার সরবরাহ বাড়লে নতুন পরিকল্পনা নেওয়া হবে। তবে অবশ্যই জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত