নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের টিকা গ্রহণের জটিলতা কিছুটা কেটেছে। তাঁরা এখন নিবন্ধন করার পর এসএমএস না পেলেও টিকা নিতে পারবেন। সঙ্গে শুধু টিকা কার্ড ও চিকিৎসকের প্রেসক্রিপশন থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে তিনি এ তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, নিবন্ধন করলেও এসএমএস ছাড়াই টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েরা। গর্ভবতী নারীর ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শপত্র সঙ্গে আনতে হবে।
তিনি বলেন, জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধীরা সমাজ কল্যাণ অধিদপ্তরের দেওয়া সুবর্ণ কার্ড দিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের গণ টিকার ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে শামসুল হক বলেন, প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। সঙ্গে করে ভ্যাকসিন কার্ড নিয়ে আসতে হবে। এরই মধ্যে প্রতিটি জেলা ও উপজেলায় পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদানও চলবে।
মজুত বৃদ্ধিতে নতুন করে গণ টিকা শুরু হবে কি-না জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, যে টিকা আছে আমরা আগে দ্বিতীয় ডোজ দিয়ে নিই। সামনে টিকার সরবরাহ বাড়লে নতুন পরিকল্পনা নেওয়া হবে। তবে অবশ্যই জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে।
গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের টিকা গ্রহণের জটিলতা কিছুটা কেটেছে। তাঁরা এখন নিবন্ধন করার পর এসএমএস না পেলেও টিকা নিতে পারবেন। সঙ্গে শুধু টিকা কার্ড ও চিকিৎসকের প্রেসক্রিপশন থাকতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রম ব্যবস্থাপনার সদস্যসচিব এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে তিনি এ তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, নিবন্ধন করলেও এসএমএস ছাড়াই টিকা কার্ড দেখিয়ে টিকা নিতে পারবেন গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েরা। গর্ভবতী নারীর ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শপত্র সঙ্গে আনতে হবে।
তিনি বলেন, জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধীরা সমাজ কল্যাণ অধিদপ্তরের দেওয়া সুবর্ণ কার্ড দিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারবেন। বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের গণ টিকার ক্যাম্পেইন শুরু হবে জানিয়ে শামসুল হক বলেন, প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছেন দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। সঙ্গে করে ভ্যাকসিন কার্ড নিয়ে আসতে হবে। এরই মধ্যে প্রতিটি জেলা ও উপজেলায় পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত টিকাদানও চলবে।
মজুত বৃদ্ধিতে নতুন করে গণ টিকা শুরু হবে কি-না জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, যে টিকা আছে আমরা আগে দ্বিতীয় ডোজ দিয়ে নিই। সামনে টিকার সরবরাহ বাড়লে নতুন পরিকল্পনা নেওয়া হবে। তবে অবশ্যই জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবে।
মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিশেষ সহকারী পদে থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
১ সেকেন্ড আগেসৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ রোববার রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেমাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার পর ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য আইন সংশোধন করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে গত ২৫ মার্চ গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে ধর্ষণের বিচারের সময়সীমা কমিয়ে ৯০ কার্যদিবসে...
১২ ঘণ্টা আগেপ্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ তোলে পাকিস্তান। তবে বাংলাদেশের বিবৃতিতে এই ইস্যুর উল্লেখ না থাকলেও ঢাকা একাত্তরের গণহত্যা, ক্ষতিপূরণসহ একাধিক ঐতিহাসিক বিষয় উত্থাপন করে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন এবং
১৭ ঘণ্টা আগে