Ajker Patrika

অর্ধেক আসনে যাত্রী নিয়ে কীভাবে বাস চলবে, বৈঠক আগামীকাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্ধেক আসনে যাত্রী নিয়ে কীভাবে বাস চলবে, বৈঠক আগামীকাল

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধকে যাত্রী পরিবহন ও ভাড়া বাড়ানো হবে কি-না, সেসব নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে আগামীকাল বুধবার বৈঠক হবে। 

বৈঠকের বিষয়ে বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মাদ মাহবুব-ই-রব্বানী আজকের পত্রিকাকে বলেন, করোনার সংক্রম বাড়ার কারণে সরকারের নির্দেশনা অনুয়ায়ী কীভাবে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলবে এবং ভাড়া নিয়ে আলোচনা করারা জন্য বুধবার দুপুরে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে আলোচনা হবে। 

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতাও বৈঠকের বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৈঠকে ভাড়া নিয়ে আলোচনা হবে। বৈঠকে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

এদিকে লঞ্চের বিষয়ে জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, ‘লঞ্চগুলোয় অর্ধেক যাত্রী নিয়ে চলার কোনো নির্দেশনা ফরমালি আমাদের এখনো জানানো হয়নি। কর্তৃপক্ষ জানালে, তখন আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, অর্ধেক যাত্রী নিলে ভাড়া বাড়াতে চান লঞ্চ মালিকের। লঞ্চ মালিকের আগামী কয়েক দিনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত