Ajker Patrika

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 
 
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে তিন হাজার ২০ জন হাসপাতালে ভর্তি হলেন।

সরকারি সংস্থাটির তথ্য মতে, এ বছরের মে মাসে ১৬৩ জন, জুনে ৭৩৭ জন এবং জুলাই মাসে দুই হাজার ৬৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়। আর চলতি মাসের প্রথম পাঁচ দিনে ৩৬০ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬৩ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮৭ জন এবং বাইরে ৭৬ জন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের।

ঢাকার বাইরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সিলেট ও চট্টগ্রামের মানুষ। প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে কক্সবাজারে। মোট ১৪ জনের নয়জনই এ জেলার। বাকিরা রাজধানীর বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত