নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৭৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ৮টি ব্যাংক হিসাবে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে তাঁর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী ও নূর-ই-আলম চৌধুরীকে আসামি করে অন্য মামলাটি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভীনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৪০৯ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে। অভিযোগ বলা হয়েছে, জিনাত পারভীনের কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তাঁর স্বামীর সহযোগিতায় তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন।
মামলায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) (৩) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাগুলো করা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৭৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ৮টি ব্যাংক হিসাবে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে তাঁর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী ও নূর-ই-আলম চৌধুরীকে আসামি করে অন্য মামলাটি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভীনের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ৪০৯ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে। অভিযোগ বলা হয়েছে, জিনাত পারভীনের কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তাঁর স্বামীর সহযোগিতায় তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন।
মামলায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) (৩) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাগুলো করা হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (২৬ মার্চ) ভোরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
১ ঘণ্টা আগেছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজ বুধবার বেলা আড়াইটায় সন্জীদা খাতুনের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। অশ্রু, গান, কবিতা ও ফুলে তাঁকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে বিএসএমএমইউতে হিমঘরে নিয়ে রাখা হয়...
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না। এর আগে শোভাযাত্রায় প্রাথমিকভাবে আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখার পরিকল্পনা ছিল, কিন্তু এখন এ পরিকল্পনা থেকে সরে এসেছেন আয়োজকেরা।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ‘অনারারি ফেলোশিপ’ দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে একসময় প্রথম শ্রেণিতে আইন শাস্ত্রে ডিগ্রি পেয়েছিলেন সৈয়দ রেফাত আহমেদ।
৫ ঘণ্টা আগে