Ajker Patrika

এস আলম গ্রুপের প্রকল্প বাতিল করল জ্বালানি বিভাগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ২১: ৫০
এস আলম গ্রুপের প্রকল্প বাতিল করল জ্বালানি বিভাগ

এস আলম গ্রুপ ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্পটি বাস্তবায়ন প্রস্তাব বাতিল করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইআরএলের প্রস্তাবিত ‘ইনস্টলেশন অব ইআরএল ইউনিট-২’ প্রকল্পটি এস আলম গ্রুপের মধ্যে সরকারি–বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবায়ন প্রস্তাব বাতিল করা হলো। 

একই সঙ্গে প্রকল্পটির ডিপিপি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সমস্ত ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, বেসরকারি গ্রুপ এস আলম সরকারি প্রতিষ্ঠান বিপিসির মালিকানাধীন তেল শোধনাগার সংস্থা ইআরএলের দ্বিতীয় ইউনিট প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে চিঠি দেয় সরকারকে। এর আগে এই প্রকল্পপটি ফ্রান্সের টেকনিপের অর্থায়ন ও কারিগরিতে নির্মাণ হওয়ার কথা ছিল। এ জন্য প্রায় ১০ বছর কাজ চলে। প্রায় দেড় হাজার কোটি টাকা খরচও করে সরকার। 

এরপর টেকনিপ অর্থায়ন করবে না বলে প্রকল্প থেকে সরে দাঁড়ায়। এ সুযোগে এস আলম প্রকল্পে বিনিয়োগ করার কথা বলে মালিকানা দাবি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত