নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।
এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।
শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’
জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’
জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।
এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।
শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’
জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’
রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা শাস্তি দেওয়ার বিধান রেখে ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (দ্বিতীয় সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর গতকাল শনিবার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ জারি করে। আজ রোববার অধ্যাদেশটি প্রকাশ করা হয়েছে...
১ ঘণ্টা আগেসিইসি বলেন, ‘আমাদের কাজকর্ম দলের নিবন্ধন নিয়ে। সরকারের আদেশটি পেয়ে নিই। গেজেট হোক। এখন তো মিডিয়ায় দেখছি, আপনাদের কথা শুনছি। একজাক্টলি কোন ধারায়, কোন ল্যাঙ্গুয়েজে তারা কি করে, না করে। এটি তো সরকারি গেজেট পাওয়ার পর আমরা জানতে পারব। তখন আমরা বসে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেব। আমি তো একা কোনো সিদ্ধান্ত...
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়ে আজ রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের করা এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘আমি বিশ্বাস করি না যে বিশ্বের কোনো দেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তাতে দুঃখ প্রকাশ করবে।’
২ ঘণ্টা আগেএপ্রিল মাসে সড়কে ঘটে যাওয়া ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১১২৪ জন। এ হিসাব অনুযায়ী এপ্রিলে প্রতিদিন গড়ে নিহতের সংখ্যা ১৯ দশমিক ৬ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংগঠনটি বলছে, সড়কে প্রাণহানি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে