নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।
এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।
শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’
জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’
জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত সহিংসতা এবং বিগত ১৫ বছরে গুম-খুনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজধানীতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ দাবিতে একটানা আন্দোলন চলছে। এতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলাতেও।
এই প্রেক্ষাপটে আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা শহরের নতুন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনি দিক থেকে সম্ভব।
শৈলকুপা বণিক সমিতি আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।’
জাতিসংঘের একটি প্রতিবেদন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে ২ হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০ হাজার মানুষের পঙ্গুত্বের তথ্য জাতিসংঘ তুলে ধরেছে। সেই ঘটনার পেছনে আওয়ামী লীগের ভূমিকা ছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে।’ তিনি বলেন, ‘যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে সেই আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান নিজেই। এখন তাঁর করা আইনেই সেই দলের নিষিদ্ধ হওয়া সম্ভব।’
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর), বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। ১৯৯৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা জাতিসংঘ সচিবালয়ের একটি বিভাগ হিসেবে পরিচালিত হয়। এ সংস্থার ম্যান্ডেট জাতিসংঘের সনদ...
৩ ঘণ্টা আগেবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
১৬ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শেষ না করেই প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার মদদে এই দুর্নীতি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটিসহ অন্য কিছু বিষয় তদন্তে কম
১৭ ঘণ্টা আগে