নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা আগামী রোববার ঢাকায় আসছে। এদিন রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা রয়েছে।
জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে দুই ডোজের এই টিকা পাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় আসবে ১ লাখ ৬২০ ডোজ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজই এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভ্যাকসিনটি ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে ৪০ বছরের ওপরের ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহের পর দ্বিতীয় ডোজ নেওয়া হবে। এটি মাইনাস ৯০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই টিকা হাতে পেলে কেবলমাত্র ঢাকার বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
রোবেদ আমিন বলেন, ফাইজারের টিকা দিয়ে প্রথম ডোজ দেওয়া হবে নাকি দ্বিতীয় ডোজ–তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। দু–একদিনের মধ্যেই আশা করা যায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
ঢাকা: দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা আগামী রোববার ঢাকায় আসছে। এদিন রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা রয়েছে।
জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে দুই ডোজের এই টিকা পাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় আসবে ১ লাখ ৬২০ ডোজ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজই এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভ্যাকসিনটি ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে ৪০ বছরের ওপরের ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহের পর দ্বিতীয় ডোজ নেওয়া হবে। এটি মাইনাস ৯০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই টিকা হাতে পেলে কেবলমাত্র ঢাকার বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
রোবেদ আমিন বলেন, ফাইজারের টিকা দিয়ে প্রথম ডোজ দেওয়া হবে নাকি দ্বিতীয় ডোজ–তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। দু–একদিনের মধ্যেই আশা করা যায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
এখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
৪ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
৮ ঘণ্টা আগেমালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাঁদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। খবর মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।
১২ ঘণ্টা আগে