Ajker Patrika

প্রতিরক্ষা ও অর্থনীতি খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
প্রতিরক্ষা ও অর্থনীতি খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। বাংলাদেশ-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বার্তায় এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। সোমবার ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে, চলতি বছর বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি করোনা মহামারি উত্তরণে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফ্রেমওয়ার্ক চুক্তি জরুরি উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে বাড়ানোর পাশাপাশি চাকরির বাজার তৈরি এবং বাণিজ্যের অন্যান্য সম্ভাবনাগুলোকে খুলে দেবে। 

 ১৯৭২ সালের ৩১শে জানুয়ারিতে ঢাকায় হাইকমিশন স্থাপন এবং স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয় বলে জানিয়ে ওই বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিগত ৫০ বছর ধরে দুই দেশের মানুষ তাঁদের মধ্যকার অভিন্ন সম্মান, দুই দেশের কমিউনিটির মধ্যকার বন্ধন, গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে আসছে। 

তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ, সমৃদ্ধ এবং একীভূতভাবে গড়তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির কথাও বার্তায় উল্লেখ করেন। সামনের বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা করেন স্কট মরিসন। 

বার্তায় জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের মানুষের খেলাধুলার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে যেভাবে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে, তাতে সামনের দিনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে বিশ্বাস করেন তিনি। বার্তায় চলতি বছরের শেষে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত