কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। বাংলাদেশ-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বার্তায় এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। সোমবার ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে, চলতি বছর বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি করোনা মহামারি উত্তরণে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফ্রেমওয়ার্ক চুক্তি জরুরি উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে বাড়ানোর পাশাপাশি চাকরির বাজার তৈরি এবং বাণিজ্যের অন্যান্য সম্ভাবনাগুলোকে খুলে দেবে।
১৯৭২ সালের ৩১শে জানুয়ারিতে ঢাকায় হাইকমিশন স্থাপন এবং স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয় বলে জানিয়ে ওই বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিগত ৫০ বছর ধরে দুই দেশের মানুষ তাঁদের মধ্যকার অভিন্ন সম্মান, দুই দেশের কমিউনিটির মধ্যকার বন্ধন, গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে আসছে।
তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ, সমৃদ্ধ এবং একীভূতভাবে গড়তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির কথাও বার্তায় উল্লেখ করেন। সামনের বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা করেন স্কট মরিসন।
বার্তায় জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের মানুষের খেলাধুলার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে যেভাবে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে, তাতে সামনের দিনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে বিশ্বাস করেন তিনি। বার্তায় চলতি বছরের শেষে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া। বাংলাদেশ-অস্ট্রেলিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এক বার্তায় এই আগ্রহের কথা ব্যক্ত করেছেন। সোমবার ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে, চলতি বছর বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি করোনা মহামারি উত্তরণে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফ্রেমওয়ার্ক চুক্তি জরুরি উল্লেখ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে বাড়ানোর পাশাপাশি চাকরির বাজার তৈরি এবং বাণিজ্যের অন্যান্য সম্ভাবনাগুলোকে খুলে দেবে।
১৯৭২ সালের ৩১শে জানুয়ারিতে ঢাকায় হাইকমিশন স্থাপন এবং স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সূচনা হয় বলে জানিয়ে ওই বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিগত ৫০ বছর ধরে দুই দেশের মানুষ তাঁদের মধ্যকার অভিন্ন সম্মান, দুই দেশের কমিউনিটির মধ্যকার বন্ধন, গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে আসছে।
তিনি ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ, সমৃদ্ধ এবং একীভূতভাবে গড়তে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির কথাও বার্তায় উল্লেখ করেন। সামনের বছরগুলোতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা করেন স্কট মরিসন।
বার্তায় জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দুই দেশের মানুষের খেলাধুলার প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে যেভাবে নিজেদের উপস্থিতির জানান দিয়েছে, তাতে সামনের দিনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে বিশ্বাস করেন তিনি। বার্তায় চলতি বছরের শেষে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ায় স্বাগত জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
এখন চলছে ইলিশের ভরা মৌসুম। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে জেলেরা ইলিশ শিকারে নেমেছিলেন নদী-সাগরে। কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে ধরা পড়ছে না এই মাছ। এর জন্য ভোলায় নদীর তলদেশে অসংখ্য ডুবোচর এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেলে জলবায়ু পরিবর্তন ও শিল্পকারখানার বর্জ্যের প্রভাবকে...
১ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ (দশম, একাদশ ও দ্বাদশ) নির্বাচনে দায়িত্ব পালন করা ব্যক্তিদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগেমালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাঁদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। খবর মালয়েশিয়ার ন্যাশনাল নিউজ এজেন্সি বারনামার।
৮ ঘণ্টা আগে