Ajker Patrika

রোববার থেকে চালু হচ্ছে তিন জোড়া যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক
রোববার থেকে চালু হচ্ছে তিন জোড়া যাত্রীবাহী ট্রেন

ঢাকা: যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-গাজীপুর রুটে আগামী রোববার (২০ জুন) থেকে চালু হচ্ছে আরও তিন জোড়া যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার দুপুরে ট্রেন চালু হওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

করোনার কারণে সীমিত আকারে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যার কারণে ঢাকা-গাজীপুর রুটের সব লোকাল, কমিউটার ও ডেমু ট্রেন চলাচল রাখা হয়েছে। আগামী রোববার থেকে এই রুটে যেসব ট্রেন চালু হচ্ছে সেগুলো হল-তুরাগ কমিউটার, কালিয়াকৈর ডেমু ও টাংগাইল কমিউটার ট্রেন।

ট্রেন চালুর বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, 'সম্প্রতি গাজীপুর ও উত্তরায় যানজটের কারণে ঢাকা থেকে গাজীপুর যাওয়া লোকজনের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন যাত্রীদের ভোগান্তি নিরসনে এই রুটের বন্ধ থাকা ট্রেনগুলো চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আগামী রোববার থেকেই এসব ট্রেনের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'এসব কমিউটার ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। অনলাইনে দেওয়া হবে না। আগের মতই একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা এসব ট্রেনে গন্তব্যে যাত্রা করতে পারবেন। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না।'

এর আগে গত ২৪মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়েছিল। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল। তবে করোনার কারণে বর্তমানে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...