Ajker Patrika

কুমিল্লার বাহার-সূচনা ও সাবেক মন্ত্রী গাজী-ইনুসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২: ০৬
কুমিল্লার বাহার-সূচনা ও সাবেক মন্ত্রী গাজী-ইনুসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ

কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর মেয়ে ও কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা, সাবেকমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনুসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্য ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। সংস্থাটির একজন উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

চিঠিতে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার, আজিজা বাহার, তাহসিনা বাহার সূচনা এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। পাশাপাশি তাঁদের পরিচালিত কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইয়ার্স লিমিডেটসহ এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত রাখার কথা বলা হয়েছে। সময় প্রয়োজনে বাড়তে পারে। নির্দেশনায় আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিন বাহার এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে। 

অপর চিঠিতে বলা হয়, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। 

নির্দেশনায় স্থগিত এসব হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণীর তথ্য দুই কার্যদিবসের মধ্যে চেয়েছে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত