Ajker Patrika

ঢাকাকে ঘিরে থাকা ৭ জেলায় লকডাউন শুরু

নিজস্ব প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২১, ১৩: ৪৩
ঢাকাকে ঘিরে থাকা ৭ জেলায় লকডাউন শুরু

ঢাকা: ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় ভোর ছয়টা থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়নে সায়েদাবাদ, গাবতলীসহ ঢাকার সব টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সকালেও দূরপাল্লার কিছু বাস ঢাকায় প্রবেশ করেছে। 

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়া এবং ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় সরকার এ লকডাউনের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তে ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী ৭ জেলার যাতায়াত বন্ধ রাখার জন্য বলা হয়। জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। আজ ভোর থেকে শুরু হওয়া এ লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে ঢাকা থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। ট্রেন চললেও এ জেলাগুলোতে থামবে না।

সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে খুব বেশি যানবাহন ও যাত্রী দেখা যায়নি। তবে রাতের মধ্যে ঘাটে চলে আসা যানবাহন সকালেও ফেরিতে পার হয়েছে। এ বিষয়ে ফেরিঘাট কর্মকর্তারা জানান, অপেক্ষমাণ যানগুলো পারাপার শেষ হয়ে গেলে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হবে। 

তবে প্রচণ্ড বৃষ্টির কারণে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। 

প্রসঙ্গত, করোনা শনাক্তের পর ২০২০ সালের মার্চে সরকার নানা বিধিনিষেধ আরোপ করে, চলে দুই মাস। পরে করোনার দ্বিতীয় ঢেউ বিবেচনায় ২০২১ সালের ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়ার ওপর নানা বিধিনিষেধ দেওয়া হয়। পরে বিধিনিষেধ বাড়তে থাকলেও খুলে দেওয়া হয় দোকানপাট ও যান চলাচল। কয়েক দিন ধরে টানা সংক্রমণ বৃদ্ধি, সীমান্তবর্তী এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয়ভাবে লকডাউন, ঢাকাকে ঘিরে থাকা জেলাগুলোতে লকডাউন আরোপ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত