নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটাবিরোধী আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এ আন্দোলনে নেতৃত্ব তারেক রহমান নিয়ে নিয়েছেন।
আজ মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রশাসনের দুর্বলতার কারণে কোটা আন্দোলনকারীরা সারা দেশে কর্মসূচি পালনের সুযোগ পেয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রশাসনিক দুর্বলতা না, আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরা মানে, দুর্বলতা না। আমরা জোর করে আন্দোলনের ওপর চড়াও হলে—তখন আপনি কি প্রশ্ন করতেন? আমরা ধৈর্য ধরছি। সময়মতো সবকিছুই দেখবেন, সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।’
আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ করেন কাদের। তিনি বলেন, ‘আন্দোলনের মধ্যে দিয়ে যারা ক্ষমতার মঞ্চের পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন তা অচিরেই কর্পূরের মতো উবে যাবে। যে আন্দোলনের জনগণের সম্পৃক্ত নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যে আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস উপস্থাপন করে। সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং পরাস্ত করব। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ সরকার মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা আমরা বেঁচে থাকতে সহ্য করব না।’
নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশ-বিদেশে নানা রকম ষড়যন্ত্র চলছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন সেটাকেও বিকৃতভাবে উপস্থাপন করেছে। আদালতের রায় বলপ্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এসবের পেছনে একটি মতলবি মহল আছে।’ এ সময় ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনেও বিএনপি রাজনৈতিকভাবে জড়িয়ে সরকার বিরোধী আন্দোলন করেছিল বলে উল্লেখ করেন কাদের। তিনি বলেন, ‘তারা সে আন্দোলনেও ব্যর্থ হয়। জনগণের অবস্থানের কাছে তারা পরাস্ত হতে বাধ্য হয়।’
চলমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব তারেক রহমান নিয়েছেন বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তাঁর দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। একটি অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তাঁরা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে ২০১৩,১৪, ১৫ এবং ১৮ সালের এর মতো এ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। বিএনপি জামায়াতের পাশাপাশি কিছু সমমনা দলও এর সঙ্গে যুক্ত হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলেন, কোটা সুবিধা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে? এই কথাটাকে কীভাবে বিকৃত করা হচ্ছে? টকশোর উপস্থাপক পর্যন্ত এই কথাটিকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে দেশের জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আন্দোলনকারীরা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের বা দেশবাসীর পক্ষের না ভেবে রাজাকার ভাবল কি করে? তাদের তো রাজাকার বলেনি। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করেননি। তাহলে এটা কেন হলো? এই আন্দোলনের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি-জামায়াত। এর পেছনে আছে তারেক রহমান। এটা হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকারবিরোধী আন্দোলন।’
আন্দোলনকারীদের কেউ কেউ প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত করেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারেক রহমান আন্দোলনকারীদের দিক-নির্দেশনা দিচ্ছেন।’ বিএনপি-জামায়াতের সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় তাদের কে কে স্পটে থাকবেন, নাশকতা চালাবে, গুপ্তহত্যার পরিকল্পনা করছে বলেও দাবি করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কোটাবিরোধী আন্দোলন করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এ আন্দোলনে নেতৃত্ব তারেক রহমান নিয়ে নিয়েছেন।
আজ মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রশাসনের দুর্বলতার কারণে কোটা আন্দোলনকারীরা সারা দেশে কর্মসূচি পালনের সুযোগ পেয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা প্রশাসনিক দুর্বলতা না, আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরা মানে, দুর্বলতা না। আমরা জোর করে আন্দোলনের ওপর চড়াও হলে—তখন আপনি কি প্রশ্ন করতেন? আমরা ধৈর্য ধরছি। সময়মতো সবকিছুই দেখবেন, সময়মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।’
আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ করেন কাদের। তিনি বলেন, ‘আন্দোলনের মধ্যে দিয়ে যারা ক্ষমতার মঞ্চের পরিবর্তনের দিবা স্বপ্ন দেখছেন তা অচিরেই কর্পূরের মতো উবে যাবে। যে আন্দোলনের জনগণের সম্পৃক্ত নেই। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যে আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস উপস্থাপন করে। সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং পরাস্ত করব। আন্দোলনের নামে জনজীবনে কোনো প্রকার দুর্ভোগ সরকার মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা আমরা বেঁচে থাকতে সহ্য করব না।’
নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দেশ-বিদেশে নানা রকম ষড়যন্ত্র চলছে বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন সেটাকেও বিকৃতভাবে উপস্থাপন করেছে। আদালতের রায় বলপ্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এসবের পেছনে একটি মতলবি মহল আছে।’ এ সময় ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনেও বিএনপি রাজনৈতিকভাবে জড়িয়ে সরকার বিরোধী আন্দোলন করেছিল বলে উল্লেখ করেন কাদের। তিনি বলেন, ‘তারা সে আন্দোলনেও ব্যর্থ হয়। জনগণের অবস্থানের কাছে তারা পরাস্ত হতে বাধ্য হয়।’
চলমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব তারেক রহমান নিয়েছেন বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তাঁর দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। একটি অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তাঁরা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে ২০১৩,১৪, ১৫ এবং ১৮ সালের এর মতো এ আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন করার জন্য বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে। বিএনপি জামায়াতের পাশাপাশি কিছু সমমনা দলও এর সঙ্গে যুক্ত হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলেন, কোটা সুবিধা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে? এই কথাটাকে কীভাবে বিকৃত করা হচ্ছে? টকশোর উপস্থাপক পর্যন্ত এই কথাটিকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে দেশের জনগণের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস তারা করেছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আন্দোলনকারীরা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের বা দেশবাসীর পক্ষের না ভেবে রাজাকার ভাবল কি করে? তাদের তো রাজাকার বলেনি। প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করেননি। তাহলে এটা কেন হলো? এই আন্দোলনের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি-জামায়াত। এর পেছনে আছে তারেক রহমান। এটা হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকারবিরোধী আন্দোলন।’
আন্দোলনকারীদের কেউ কেউ প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত করেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারেক রহমান আন্দোলনকারীদের দিক-নির্দেশনা দিচ্ছেন।’ বিএনপি-জামায়াতের সামাজিক যোগাযোগমাধ্যম পাতায় তাদের কে কে স্পটে থাকবেন, নাশকতা চালাবে, গুপ্তহত্যার পরিকল্পনা করছে বলেও দাবি করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধের অপশক্তির আস্ফালনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১০ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১২ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১৩ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
২০ ঘণ্টা আগে